৪৮ স্বেচ্ছাসেবীকে দেশে পাঠাচ্ছে জাপানের
বাংলাদেশের বিভিন্ন এলাকায় কর্মরত জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ৪৮ জন স্বেচ্ছাসেবীকে নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান। মঙ্গলবার জাপানের একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বার্তা সংস্থা ইউএনবিকে জানায়, গাজীপুর, রাজশাহী, টাঙ্গাইল, দিনাজপুর, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকায় ৭৪ জন জাপানি স্বেচ্ছাসেবী কাজ করেন। তাদের ৫০ শতাংশের বেশি আগামী তিন থেকে চার সপ্তাহের জন্য জাপানে ফিরছেন। ওই স্বেচ্ছাসেবকদের কতজন এরই মধ্যে জাপানের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছে, তা জানা যায়নি। তবে পরিবার ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা আবার দেশে ফিরবেন বলে জানা গেছে। চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে রাজনৈতিক অস্থিরতার সময় একই কায়দায় নিজ নাগরিকদের দেশে ফেরত পাঠিয়েছিল জাপান। গত ৩ অক্টোবর রংপুরের মাহিগঞ্জের আলুটারীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশি কুনিও। এর আগে গুলশানে কূটনৈতিকপাড়ায় খুন হন ইতালির নাগরিক চেসারে তাভেলা। এমন পরিস্থিতিতে জাপান নিজ নাগরিকদের দেশে ফেরত পাঠাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
No comments