কথার লড়াইয়ে মনজুর-নাছির
চট্টগ্রামে
গণসংযোগকালে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম বলেছেন, জয়-পরাজয়
নির্ধারণের মালিক আল্লাহ। জনগণ মাধ্যম। আমরা এটাই বিশ্বাস করি। কারচুপিতে
আমরা বিশ্বাসী নই। আমরা আশা করছি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। তবে
নির্বাচনে কারা কি করতে পারে তা জনগণ ভালই জানে। এর আগে গতকাল সকালে সিটি
নির্বাচনে বিএনপির ভোট কারচুপি ও ভোটকেন্দ্র দখলের আশঙ্কা প্রসঙ্গে আ জ ম
নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, কারচুপি করে মেয়র নির্বাচিত হয়েছিলেন মনজুর
আলম। তাই তিনি এই অভিযোগ করছেন। চোর সবাইকে চোর মনে করে। পরাজয় নিশ্চিত
জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তিনি। আ জ ম নাছির উদ্দিন
সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছিলেন, মনজুর আলম মেয়র হিসেবে ব্যর্থ
হয়েছেন। তিনি একজন ব্যবসায়ী। পাঁচ বছর ব্যবসার কাজেই ব্যস্ত ছিলেন। এবারও
তিনি প্রার্থী হয়েছেন। জনস্বার্থে নয়, তিনি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার
জন্য প্রার্থী হয়েছেন। এর জবাবে মনজুর আলম সাংবাদিকদের বলেন, ব্যবসায়িক
কাজে তো দূরের কথা, কখনও করপোরেশনের ফোন থেকে নিজের বাসায় ফোনও করিনি।
গণসংযোগকালে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে মনজুর আলম
বলেন, নির্ভয়ে-নির্দ্বিধায় ভোটকেন্দ্রে যাবেন আপনারা। আপনাদের সুখে-দুঃখে
আমি পাশে ছিলাম। আমি আপনাদের পরীক্ষিত বন্ধু। বন্ধু কে শত্রু কে, তা
দুঃসময়ে চেনা যায়। আমার প্রতি আপনাদের ভালবাসা যে অটুট আছে তা ২৮শে এপ্রিল
ভোটকেন্দ্রে গিয়ে কমলা লেবু মার্কায় ভোট দিয়ে প্রমাণ করবেন। বেলা ১২টার
দিকে দেওয়ান বাজার ওয়ার্ডের দিদার মার্কেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু
করেন মনজুর আলম। বেলা একটার দিকে বদর শাহ আউলিয়ার মাজার জিয়ারত করেন তিনি। এ
সময় তার সঙ্গে ছিলেন নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম ও নগর বিএনপির সাবেক
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। তিনি রুমঘাটা, খলিফাপট্টি, ঘাটফরহাদ বেগ,
বলুয়ার দিঘির পাড়, কোরবানীগঞ্জ, বক্সিরহাট, বদরপাতি রোড, জেল রোড, বান্ডেল
রোড, এ সি দত্ত লেন, সতীশ বাবু লেন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।
No comments