আওয়ামী লীগ জোর করতে পারে, কেন্দ্র পাহারা দিন -অলি আহমদ
দলীয়
নেতাকর্মীদের উদ্দেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান
কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, “আওয়ামী লীগের ব্যালটভীতি আছে,
জনমনে শঙ্কা আছে, নির্বাচনে জোর জবরদস্তি হতে পারে। জনগণের রায় কেউ যাতে
ছিনতাই করতে না পারে তার জন্য ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। শুক্রবার
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের
পক্ষে নির্বাচনী প্রচারকালে তিনি এসব কথা বলেন। বিএনপি সমর্থিত প্রার্থী
মনজুর আলমের পক্ষে তিনি নগরীর লালদীঘি, বলুয়ারদিঘী, টেরিবাজার, বদরপাতি
এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ ছাড়াও নগরীতে বসবাসরত উত্তর-দক্ষিণ
চট্টগ্রামের মানুষের সঙ্গে মতবিনিময় করেন অলি। এ সময় তিনি বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন,
“দেশকে জুলুমবাজদের হাত থেকে রক্ষা করতে ২৮শে এপ্রিল সৎ লোক হিসেবে মনজুর
আলমকে ভোট দিতে হবে। আওয়ামী লীগ বাকশালী শাসনের হুঙ্কার দিচ্ছে। প্রকাশ্যে
রাজপথে অস্ত্র দিয়ে দলীয় ক্যাডার নামিয়ে দিয়েছে। নগরীর একটি কমিউনিটি হলে
মতবিনিময় সভায় তিনি বলেন, দেশে দুঃশাসন বিরাজ করছে। যেখানে সাবেক তিনবারের
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ওপর বার বার হামলা হচ্ছে, সেখানে সাধারণ
মানুষের নিরাপত্তা বলতে কিছুই নেই। তাই জনগণের একমাত্র ভরসা ভোটের ব্যালট।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে অলি আহমদ বলেন, “আওয়ামী লীগের ব্যালটভীতি আছে,
জনমনে শঙ্কা আছে, নির্বাচনে জোর জবরদস্তি হতে পারে। জনগণের রায় কেউ যাতে
ছিনতাই করতে না পারে তার জন্য ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। এ সময় অন্যদের
মধ্যে ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি সামশুল আলম, এলডিপি নেতা
অ্যাড. কফিল উদ্দিন, নুরুল আলম, বিএনপি নেতা মোহাম্মদ আলী, হারুন জামান,
ইয়াছিন চৌধুরী লিটন ও আবুল বশর প্রমুখ।
No comments