স্বাধীনতা দিবস উপলক্ষে মেরন সান স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে গত ২৫ মার্চ নগরীর চকবাজার ফুলতলাস্থ মেরন সান স্কুল এন্ড কলেজের স্বাধীনতা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান প্রিন্সিপাল ড. মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকলিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি লায়ন সৈয়দ মোরশেদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চীফ কো-অর্ডিনেট শিহাব ইকবাল, উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল। প্রতিযোগিতার মডারেট হিসেবে ছিলেন রাহমাতুল্লাহ আজাদ, মোহাম্মদ শাহ আলম, নিজাম কুতুবী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন স্বপ্না রাণী দত্ত, পঙ্কজ দাশ, মোহাম্মদ শওকত ওসমান প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমাদের স্বাধীনতার ইতিহাস আগামী প্রজন্মের পাশাপাশি এই মূল্যবোধের চেতনার চর্চা করতে হবে। এই মাসটা আমাদের পরিচয় অর্জনের মাস। এই মাসে আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম। নয় মাসের যুদ্ধে পাকিস্তানি হানাদার তাড়াতে পেরেছিলাম। পৃথিবীর মানচিত্রে আমরা আজ স্বাধীন জাতি হিসেবে পরিচিত। দুশ বছরের গোলামীর শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা আত্ম পরিচয়ে দীক্ষিত হয়েছি। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সামনে রেখে আমাদের জাতি হিসেবে আরো এগিয়ে যেতে হবে। এই ব্যাপারে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
No comments