‘বাংলাদেশ পরিস্থিতি অত্যন্ত পীড়াদায়ক’
দেশের
চলমান রাজনৈতিক অচলাবস্থায় গভীর হতাশা ব্যক্ত করে ঢাকা সফরকারী বৃটেনের
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি)’র স্থায়ী সচিব মার্ক লোকক বলেছেন,
এখানে যা ঘটছে তা বাংলাদেশের বিদেশী বন্ধুদের জন্য অত্যন্ত পীড়াদায়ক।
বাংলাদেশে প্রতি মুহূর্তে যা ঘটছে তাতে যুক্তরাজ্য উদ্বিগ্ন জানিয়ে দেশটির
সরকারের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন, অচলাবস্থার উত্তরণ ঘটাতে সব দলের
দায়িত্ব রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।
রাজধানীর কড়াইল বস্তি পরিদর্শনকালে বার্তা সংস্থা ইউএনবি’কে তিনি এসব কথা
বলেন। বর্তমান রাজনৈতিক অস্থিরতা শিক্ষা ব্যবস্থার ওপর দারুণভাবে প্রভাব
ফেলছে মন্তব্য করে তিনি বলেন, শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিতে
পারছে না। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অর্জনকে ‘চিত্তাকর্ষক’ উল্লেখ
করে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের এ অগ্রগতির ধারা অব্যাহত
রাখতে সব ধরনের সহায়তা দিয়ে যাবে। একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার যে
স্বপ্ন বাংলাদেশ দেখেছে তা পূরণেও এ দেশের মানুষের পাশে থাকারও অঙ্গীকার
করেন তিনি। দু’দিনের সফরে রোববার ঢাকায় আসেন বৃটেনের আন্তর্জাতিক উন্নয়ন
সংস্থা (ডিএফআইডি)’র স্থায়ী সচিব মার্ক লোকক। বাংলাদেশের জনগণের বিশেষত
দরিদ্র মানুষের জীবনমান বৃটেনের সহায়তা (ইইউকে এইড) কিভাবে ভূমিকা রাখছে তা
দেখাই ছিল তার সফরের মুখ্য উদ্দেশ্য। ২০১১ সালে ওই পদে দায়িত্ব নেয়ার
পরপরই ঢাকায় এসেছিলেন মার্ক লোকক। এবারের দ্বিতীয় সফরে বাংলাদেশে
অবস্থানকালে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, তরুণ ব্যবসায়ী, ডিএফআইডি
অর্থায়নপুষ্ট প্রকল্পের সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে
মতবিনিময় করেছেন তিনি। বাংলাদেশে দারিদ্র্যবিমোচন ও মধ্যম আয়ের দেশে
উন্নীতকরণের ক্ষেত্রে যুক্তরাজ্যের সহায়তার পরিমাণ কিভাবে বাড়ানো যায় তা
নিয়ে আলোচনা করেছেন তিনি। যুব মহিলা ও নারী উদ্যোক্তারা যুক্তরাজ্য উন্নয়ন
কর্মসূচির আওতায় পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে
নিজস্ব ব্যবসা চালু করেছে তাদের সাফল্যের গল্পও তিনি শুনেছেন বলে জানিয়েছেন
দেশটির ঢাকাস্থ হাই কমিশন। গতকাল কড়াইল বস্তি পরিদর্শনকালে ঢাকাস্থ বৃটিশ
হাই কমিশনের মিডিয়া উইংয়ের কর্মকর্র্তারা সঙ্গে ছিলেন। গত রাতেই সফর শেষ
করে তিনি ঢাকা ছেড়ে গেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, ডিএফআইডি বাংলাদেশে
অন্যতম বৃহৎ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থা। দেশের লাখ লাখ দরিদ্র
মানুষের জীবনমান উন্নয়নে সংস্থাটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।
No comments