নির্ধারিত সময়ের আগে নির্বাচন নয়
র্যাপিড
অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, নির্ধারিত সময়ের
পরেই নির্বাচন হবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর বাইরে আমরা কোন
কিছুই চাই না। শুক্রবার রংপুরের মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে র্যাবের ডিজি
বলেন, গত দুই সপ্তাহে মিঠাপুকুরের পাঁচজনসহ সারা দেশে ২৪ জনকে খুন করা
হয়েছে। ২০১৩ সালের মতো একটি গোষ্ঠী তাদের ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ উদ্ধার
করার জন্য দেশ, সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা দেশের
গণতন্ত্র, সার্বভৌমত্ব বিপন্ন করেছে। তারা উন্নয়ন বাধাগ্রস্ত করছে। তারা
সন্ত্রাসী। তারা গণতন্ত্রের নামে বোমাবাজি করে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসব খুনিদের সমূলে
নিশ্চিহ্ন করতে হবে। বেনজীর বলেন, রংপুরের ৩৫ লাখ মানুষ বাস করে। কিন্তু ৭০
অথবা ৭০০ মানুষ জনগণের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ ঘোষণা করেছে। আর কষ্টে আছি
আমরা। দেশবাসীকে সঙ্গে নিয়ে এগুলোকে ২০১৩ সালে আমরা একবার রুখে দিয়েছি,
এবারও রুখে দেব ইনশাআল্লাহ। তিনি বলেন, জাতিসংঘ, পৃথিবীর সব দেশের
সন্ত্রাসের সংজ্ঞা অনুযায়ী যারা ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ উদ্ধারের জন্য
যুদ্ধ ঘোষণা করেছে তারা সন্ত্রাসী, খুনি। এমন খুনিদের সন্ত্রাসীদের আমাদের
দেশে সমাজে, রাষ্ট্রে, দরকার নেই। তাদের আমরা দেখতে চাই না। র্যাবের ডিজি
বলেন, ১৯৭১ সালে আয় ছিল ১৪৫ ডলার, ১৯৯৬ সালে ছিল ৮০০ ডলার, এখন ১২০০ ডলার।
জাতীয় আয়কে ধ্বংস করার জন্যই এই হরতাল অবরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড। আর
দুই-তিন বছর এই সরকার থাকলে দেশ থেকে দারিদ্র নির্মূল হয়ে যেতো বলেও
মন্তব্য করেন তিনি।
No comments