পরে বিদেশীদের চাপে সংলাপে বসতে হবে: বি চৌধুরী
বিলম্ব
করলে পরে বিদেশীদের চাপে সরকারকে সংলাপে বসতে হবে বলে মন্তব্য করেছেন
সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারার সভাপতি প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
বলেছেন, দেশের চলমান সঙ্কট ক্রমাগত প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এটা
রাজনীতির জন্য অশনি সংকেত। এই অবস্থার অবসান করতে হলে আমি বলতে চাই, পথ
একটাই। আবারও বলছি, একটাই পথ আছে- সরকারকে আলাপ-আলোচনায় বসতেই হবে। বিরোধী
দলের সঙ্গে তাদের কথা বলতেই হবে। আমি আগাম বলতে চাই না, নিজেরা আলোচনায় না
বসলে বিদেশীদের হস্তক্ষেপে আপনাদের বিরোধী দলের সঙ্গে কথা বলতে হতে পারে।
এটা হবে লজ্জাজনক। গতকাল গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি
চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে দেখতে গিয়ে
সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে
দায়ী করে বি. চৌধুরী বলেন, যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা এখন
সরকারকেই ফেস করতে হবে। একটা সমাবেশ করতে দিলে কি এমন হতো? বিএনপিকে
সমাবেশ করতে না দিয়ে সরকার প্রথম বাস মিস করেছে। এরপর ১২ই জানুয়ারি
নিষেধাজ্ঞার ভেতরে সরকারি দল সমাবেশ করল। ওই সময়ে তারা যদি সমাবেশ না করতো
তা হলে একটা কথা ছিল। ওই সমাবেশ একা নিজেরা করে দ্বিতীয় বাসটি মিস করেছে
সরকার। এভাবে তারা দুই বাস মিস করেছে। রিয়াজ রহমানের ওপর হামলার নিন্দা
জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান বদরুদ্দোজা চৌধুরী।
গতকাল দুপুর ২টার দিকে ইউনাইটেড হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রিয়াজ
রহমানকে দেখতে যান বি. চৌধুরী। রিয়াজ রহমানের সঙ্গে কথা বলার পাশাপাশি
চিকিৎসকদের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।
No comments