যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থেই গুয়ান্তানামো বন্ধ করতে হবে : ক্যামেরনকে ওবামা
কুখ্যাত
কারাগার গুয়ান্তানামো বেতে বিনা বিচারে ১৩ বছর আটকে থাকা শাকের আমেরের
মুক্তির ব্যাপারে চেষ্টা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
শুক্রবার রাতে হোয়াইট হাউসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের
সাথে এক সাক্ষাতে ওবামা এ আশ্বাস প্রদান করেন বলে জানায় ডেইলি মেইল। সূত্র
জানায়, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শাকের আমেরের মুক্তির ব্যাপারে
গুরুত্বের সাথে কথা বলার পর প্রেসিডেন্ট ওবামা তাকে আশ্বস্ত করেন। এ ছাড়া
তিনি বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করবেন বলেও জানান। শাকের আমের সৌদি
বংশদ্ভোত ব্রিটিশ নাগরিক। স্ত্রী ও চার সন্তানসহ দক্ষিণ লন্ডনে থাকতেন।
২০০২ সালে পরিবারসহ আফগানিস্তানে গিয়েছিলেন। সেখানে ওসামা বিন লাদেনের
অনুচর সন্দেহে গ্রেফতার হন। পরে তাকে কিউবার কুখ্যাত বন্দী নির্যাতন
কেন্দ্র গুয়ান্তানামো বেতে পাঠানো হয়। দীর্ঘ ১৩ বছর বিনা বিচারেই তাকে
আটকে রাখা হয়। সংবাদমাধ্যমের কাছে তার আইনজীবি অভিযোগ করেন, এ ১৩ বছরে
তার ওপর অকথ্য ধরনের নির্যাতন করা হয়েছে। কম ঘুমুতে দেয়া হয়েছে, নাক ও
মুখের ওপর কাপড় বেঁধে ঠাণ্ডা পানি ঢালা হয়েছে। এতে পানিতে ডুবে থাকার
মতো কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। আইনজীবি জানান, শাকের আমেরকে কখনো
প্রস্রাব খেতে দেয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকবার যুক্তরাজ্যের পক্ষ থেকে
তাকে ছাড়িয়ে আনার চেষ্টা হয়েছে। কিন্তু মুক্তি পাওয়ার পর কোথায় ফিরে
যাবেন, এ বিষয়টি সুরাহা না হওয়ায় তার মুক্তির বিষয়টিও ঝুলে আছে। আমেরের
পরিবার ও ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে যুক্তরাজ্যেই ফিরিয়ে নিতে চাইছে। কিন্তু
মুক্তির পর তাকে অবশ্যই সৌদি আরবে ফিরে যেতে হবে বলে কারাগারের পক্ষ থেকে
শর্ত জুড়ে দেয়া হচ্ছে। এর মধ্যে কয়েকবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড
ক্যামেরন এ বিষয়ে সোচ্চার হয়েছেন। সর্বশেষ গত রাতে হোয়াইট হাউসে
প্রেসিডেন্ট ওবামার কাছে বিষয়টি উত্থাপন করলেন। এর আগে যুক্তরাজ্যের
উদ্যোগে গুয়ান্তানামো থেকে আরো ১২ যুক্তরাজ্যের নাগরিককে ছাড়িয়ে নেয়া
হয়েছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী ক্যামেরন তাকে নিরাপদে ফিরিয়ে আনার
বিষয়টি উত্থাপন করলে প্রেসিডেন্ট ওবামা তার মুক্তির ব্যাপারে সর্বোচ্চ
গুরুত্ব দিয়ে চেষ্টা করবেন বলে কথা দেন। এ ছাড়া ২০১৬ সালে ক্ষমতার মেয়াদ
শেষ হওয়ার আগেই প্রেসিডেন্ট বুশের প্রতিষ্ঠিত কুখ্যাত এ কারাগারটি বন্ধ
করবেন বলেও আশ্বস্ত করেন। এ ব্যাপারে ডেভিড ক্যামেরন বলেন, আমি বিষয়টি
নিয়ে ব্যক্তিগতভাবে কথা বলেছি। আমি জানি, যুক্তরাষ্ট্রের নীতির স্বার্থেই
তাদেরকে গুয়ান্তানামো বে করাগার বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল
সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বারনাডেটা মেহান বলেন, প্রথানমন্ত্রী
ক্যামেরন বিষয়টি উত্থাপন করার পর প্রেসিডেন্ট তাকে বলেন, তিনি বুঝতে
পেরেছেন ব্রিটিশদের কাছে কেন এটি গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয়
নিরাপত্তার স্বার্থেই তাকে গুয়ান্তানামো বন্ধ করতে হবে।
No comments