ব্রাজিলে জমকালো উল্কি সপ্তাহ
ব্রাজিলের
রিও ডি জেনিরোতে শুক্রবার শুরু হয় উল্কি সপ্তাহ। ব্রাজিলের বিভিন্ন শহর
এবং বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো ট্যাটু আর্টিস্ট যোগ দেন এ আয়োজনে।
ট্যাটু কনভেনশন খ্যাত বার্ষিক এ আয়োজন নিয়ে বৃটেনের ডেইলি মেইল একটি সচিত্র
প্রতিবেদন করেছে। মেলায় দর্শনার্থীদের জন্য উল্কি আঁকিয়ে নেয়ার জন্য রাখা
হয় দু’শতাধিক স্টল। হাজারো নকশার মধ্য থেকে তারা বেছে নেন তাদের পছন্দের
উল্কি। এ বছরের আয়োজন নিয়ে এটা তৃতীয় ট্যাটু কনভেনশন। ‘মিস ট্যাটু’ সহ
মেলায় রাখা হয় নানা প্রতিযোগিতা। পরশু মেলার শেষ দিন চূড়ান্ত বিজয়ীদের নাম
ঘোষণা করা হয়। ২০১৪ সালের মিস ট্যাটু এবং উল্কি আঁকিয়ে বারবারা অল্ট বলেন,
ট্যাটু সংস্কৃতি অনেক পাল্টেছে সময়ের সঙ্গে। আর এসব আয়োজনের মধ্য দিয়ে
উল্কির জনপ্রিয়তা আরও বাড়ছে বলে তিনি মন্তব্য করেন। মেলায় অন্যদের মধ্যে
ছিলেন বৃটিশ ট্যাটু আকিয়ে টার্লি মার। তিনি উল্কি আঁকার প্রাচীন এক রীতি
অনুসরণ করেন যাকে ঐতিহ্যবাহী ‘ব্যাম্বু ট্যাটু’ বলা হয়ে থাকে। থাইল্যান্ড
থেকে এ কৌশল শিখেছিলেন তিনি। এতে বাঁশের কঞ্চির সঙ্গে হাতে তৈরি সুঁচ দিয়ে
উল্কি আঁকা হয়।
No comments