ওবামার চার চাকার দুর্গ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত গাড়িটি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত যান। এটি ‘বিস্ট’ নামে পরিচিত। বিধ্বংসী বুলেট-বোমার সাধ্য নেই গাড়ির গায়ে আঁচড় লাগানোর। গাড়ির ড্রাইভার যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের প্রশিক্ষণপ্রাপ্ত, যিনি যেকোনো সময় যেকোনো অবস্থানে ১৮০ ডিগ্রিতে টার্ন নিতে পারেন। ক্ষেপণাস্ত্র, রকেট বা অন্য কোনো হামলায় প্রচণ্ড ধোঁয়া, অন্ধকার বা আগুনের মধ্যে থাকলে গাড়ির বিশেষ ভিডিও ক্যামেরা ব্যবস্থায় ড্রাইভার গাড়িকে সঠিক লক্ষ্যে নিতে পারবেন।
গাড়িটির স্বয়ংক্রিয় স্যাটেলাইট ফোন সিস্টেম ভাইস প্রেসিডেন্ট ও পেন্টাগনের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রাখে। ১৮ ফুট লম্বা ও ৮ টন ওজনের গাড়িটির দরজার প্লেট ৮ ইঞ্চি পুরু। এ গাড়ির চাকা কখনও পাংচার হয় না। টায়ার ছাড়াও চলতে পারে। জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ হওয়ার ভয় নেই। যে কোনো আক্রমণে গারিটির কেবিন স্বয়ংক্রিয়ভাবে দুর্ভেদ্য কক্ষে পরিণত হবে যাতে প্রেসিডেন্টের শারীরিক কোনো ক্ষতি না হয়। জরুরি প্রয়োজনে প্রেসিডেন্টকে রক্ত সরবরাহ করতে পারে।
No comments