বিশ্বের ৭০ শতাংশ বাঘ ভারতে
২০১১ সালের তুলনায় ২০১৪ সালে ভারতীয় বাঘের সংখ্যা বেড়েছে। এক-দুই বা ১০ শতাংশ নয়, বরং তিন বছরে ৩০ শতাংশ বেড়েছে এ সংখ্যা। ২০১১ সালে ভারতে যেখানে বাঘের সংখ্যা ছিল ১ হাজার ৭০৬টি, সেখানে ২০১৪-এ তা ২ হাজার ২২৬-এ দাঁড়িয়েছে। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভাদেকর নতুন বাঘ শুমারি পেশ করেন। যেখানে দেখানো হয়েছে, গত তিন বছরে দেশে বাঘের সংখ্যা ৩০ শতাংশ বেড়েছে। বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশ ভারতে বাস করে। তিনি জানান, ‘বিশ্বে যেখানে বাঘের সংখ্যা ক্রমশ কমছে, সেখানে ভারতে সেই সংখ্যা ক্রমবর্ধমান। এটি একটি অত্যন্ত ভালো খবর।’ ২০০৮ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল ১ হাজার ৪১১টি। প্রতি তিন বছর অন্তর ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বাঘ শুমারি করে থাকে।
রিপোর্টটি প্রকাশ করে মিস্টার জাভাদেকর বলেন, ‘যখন সারা বিশ্বে বাঘ কমছে তখন ভারতে তা বাড়ছে। এটি দারুণ সংবাদ’। সর্বশেষ এ সমীক্ষা অনুযায়ী কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি বাঘ রয়েছে। সেখানে ৪০৮টি দেড় বছর বা এর চেয়ে বেশি বয়সী বাঘের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে উত্তরখণ্ডে ৩৪০, মধ্যপ্রদেশে ৩০৮, তামিলনাড়ুতে ২২৯, মহারাষ্ট্রে ১৯০, আসামে ১৬৭, কেরালায় ১৩৬ এবং উত্তর প্রদেশে ১১৭টি বাঘ রয়েছে। এদিকে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের চূড়ান্ত সংখ্যা নির্ধারণের জন্য গত এক বছর ধরে চলছে বাঘ শুমারি। গত ডিসেম্বরে কর্মকর্তারা জানিয়েছিলেন ক্যামেরা ট্র্যাপিং বা ফাঁদ পেতে ছবি তোলা পদ্ধতির এই গণনা এখন শেষের পথে। এ যন্ত্রের ব্যবহার করে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘ গণনা করা হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী জুন-জুলাই নাগাদ বাংলাদেশের সুন্দরবনে কত বাঘ আছে তার একটা চূড়ান্ত ও যথাযথ সংখ্যা পাওয়া যাবে।
রিপোর্টটি প্রকাশ করে মিস্টার জাভাদেকর বলেন, ‘যখন সারা বিশ্বে বাঘ কমছে তখন ভারতে তা বাড়ছে। এটি দারুণ সংবাদ’। সর্বশেষ এ সমীক্ষা অনুযায়ী কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি বাঘ রয়েছে। সেখানে ৪০৮টি দেড় বছর বা এর চেয়ে বেশি বয়সী বাঘের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে উত্তরখণ্ডে ৩৪০, মধ্যপ্রদেশে ৩০৮, তামিলনাড়ুতে ২২৯, মহারাষ্ট্রে ১৯০, আসামে ১৬৭, কেরালায় ১৩৬ এবং উত্তর প্রদেশে ১১৭টি বাঘ রয়েছে। এদিকে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের চূড়ান্ত সংখ্যা নির্ধারণের জন্য গত এক বছর ধরে চলছে বাঘ শুমারি। গত ডিসেম্বরে কর্মকর্তারা জানিয়েছিলেন ক্যামেরা ট্র্যাপিং বা ফাঁদ পেতে ছবি তোলা পদ্ধতির এই গণনা এখন শেষের পথে। এ যন্ত্রের ব্যবহার করে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘ গণনা করা হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী জুন-জুলাই নাগাদ বাংলাদেশের সুন্দরবনে কত বাঘ আছে তার একটা চূড়ান্ত ও যথাযথ সংখ্যা পাওয়া যাবে।
No comments