আশরাফের বিরুদ্ধে সকালে মামলা বিকালে খারিজ
বগুড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর তা খারিজ করে দিয়েছে আদালত। গতকাল সকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ মামলাটি দায়ের করেন সারিয়াকান্দি উপজেলার মো. জাহাঙ্গীর আলম। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সম্পর্কে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করায় মামলাটি দায়ের করেন তিনি। মামলায় দৈনিক প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকসহ ৫ জনকে সাক্ষী করা হয়। বিকালে মামলাটি খারিজ করে দেন বিচারক আবুল কালাম আজাদ। পাবলিক প্রসিকিউটর হেলালুর রহমান জানিয়েছেন, মামলার ভিত্তি নেই বলে আদালত তা খারিজ করে দিয়েছেন। মামলার আরজিতে বলা হয়, বাদী জাহাঙ্গীর আলমের বাড়ি বগুড়ার সারিয়াকান্দির চরশিমুল তাইড় গ্রামে। তিনি দেশের সার্বভৌমত্ব অধিকার, স্বার্থ সংরক্ষণ অধিকার এবং বৈদেশিক কূটনৈতিক আত্মমর্যাদা সম্পর্কে সজাগ। গত ২৯শে নভেম্বর খুলনা সার্কিট হাউজ ময়দানে এক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে ‘দুই আনার মন্ত্রী’ বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাকে ‘কাজের মেয়ে মর্জিনা’র সঙ্গে তুলনা করেন তিনি। এতে দেশের মানুষকে হেয় করার পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দেশের সকল মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছেন এবং জাতি হিসেবে আমরা দেশে ও বহির্বিশ্বে অসম্মানিত হয়েছি এবং মান-সম্মানহানি হয়েছে। বাদী দেশের একজন বিবেকবান নাগরিক হিসেবে সৈয়দ আশরাফের এক মন্তব্যে মানসিক কষ্ট পেয়েছেন। এছাড়া তার ওই মন্তব্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ও বাংলাদেশের মানুষের হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাদী। এদিকে মামলা খারিজের পর বাদী জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, তিনি জজ কোর্টে আপিল করবেন। তাকে ফোনে হুমকি দেয়া হচ্ছে।
No comments