৭ খুনে তারেক, আরিফ ও রানাকে দায়ী করে র্যাবের প্রতিবেদন : শাহজাহান মোল্লাকে বহাল রাখার নির্দেশ
তারেক
সাঈদ, আরিফ ও রানা ৭ খুনে দায়ী বলে প্রতিবেদন দিয়েছে র্যাব। প্রতিবেদনে
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা লেফটেন্যান্ট কর্নেল
তারেক সাঈদ মাহমুদ,মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার
এমএম রানাকে দায়ী করে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় তদন্ত
প্রতিবেদনে র্যাব এদের দায়ী করেছে। ঘটনার আট মাস পর বুধবার এই এলিট
বাহিনীর প থেকে হাই কোর্টে এই প্রতিবেদন দেয়া হয়। অ্যাটর্নি জেনারেল
মাহবুবে আলম সাংবাদিকদের জানান, ঘটনার সময় নারায়ণগঞ্জ র্যাবে থাকা তারেক
সাঈদ ও আরিফ সাতজনকে অপহরণ থেকে শীতল্যায় লাশ ডুবনো পর্যন্ত পুরো
প্রক্রিয়ায় জড়িত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর রানা অপহরণে
অংশ নিয়ে ঘটনায় আংশিক জড়িত ছিলেন বলে র্যাবের এই অভ্যন্তরীণ তদন্তে বেরিয়ে
এসেছে।
ওদিকে একই বেঞ্চ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় গঠিত সার্বিক তদন্ত কমিটিতে নতুন প্রধান নিয়োগের আদেশ নাকচ করেছেন। শুরু থেকে এই কমিটির নেতৃত্বে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মোল্লাকেই প্রতিবেদন দিয়ে বাকি দায়িত্ব শেষ করতে বলেছেন আদালত। সাতখুনের ঘটনায় নূর হোসেনের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার অভিযোগ উঠলে গত ৭ই মে ঘটনা তদন্তে হাইকোর্টে নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মোল্লকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করে সরকার। তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি গত সাত মাসে চার শতাধিক ব্যক্তির সাক্ষ্য নেয়। এরই মধ্যে গত ৯ই নভেম্বর শাহজাহান মোল্লাকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের (পিএসসি) ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল হাকিমকে মঙ্গলবার সার্বিক তদন্ত কমিটির প্রধান হিসাবে নিয়োগ দেয়া হয়। কিন্তু আদালত শাহজাহান মোল্লাকেই প্রতিবেদন দিয়ে বাকি দায়িত্ব শেষ করতে বলেছেন।
ওদিকে একই বেঞ্চ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় গঠিত সার্বিক তদন্ত কমিটিতে নতুন প্রধান নিয়োগের আদেশ নাকচ করেছেন। শুরু থেকে এই কমিটির নেতৃত্বে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মোল্লাকেই প্রতিবেদন দিয়ে বাকি দায়িত্ব শেষ করতে বলেছেন আদালত। সাতখুনের ঘটনায় নূর হোসেনের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার অভিযোগ উঠলে গত ৭ই মে ঘটনা তদন্তে হাইকোর্টে নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মোল্লকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করে সরকার। তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি গত সাত মাসে চার শতাধিক ব্যক্তির সাক্ষ্য নেয়। এরই মধ্যে গত ৯ই নভেম্বর শাহজাহান মোল্লাকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের (পিএসসি) ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল হাকিমকে মঙ্গলবার সার্বিক তদন্ত কমিটির প্রধান হিসাবে নিয়োগ দেয়া হয়। কিন্তু আদালত শাহজাহান মোল্লাকেই প্রতিবেদন দিয়ে বাকি দায়িত্ব শেষ করতে বলেছেন।
No comments