‘লতিফের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন’
ধর্ম
অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান পাশ করে লতিফ
সিদ্দিকীকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার
ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে দলটি।
রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ
সমাবেশে এ ঘোষণা দেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল
মাদানী। ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সংসদে
পাশের দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এর আগে পুরানাপল্টন
এলাকায় গলিপথে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলনের কর্মীরা। মোসাদ্দেক
বিল্লাহ আল মাদানী বলেন, ‘লতিফ সিদ্দিকীকে জামাই আদরে রাখা হয়েছে। এটা
তৌহিদী জনতা মেনে নেবে না। অনতিবিলম্বে ধর্ম অবমাননাকারীদের শাস্তি
মৃত্যুদণ্ডের বিধান জাতীয় সংসদে পাশ করে লতিফ সিদ্দিকীকে বিচারের আওতায়
আনতে হবে। লতিফ সিদ্দিকীকে ফাঁসি দিতেই হবে। নইলে জনগণই তাকে ফাঁসি দেবে।’
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা
হবে জনগণের মরার ওপর খড়ার ঘা। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে সরকারের পতন
অনিবার্য। ইসলামী আন্দোলনও সরকার পতন আন্দোলনে নামবে।’ বিক্ষোভ সমাবেশে
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন।
অন্যান্যের মধ্যে দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, প্রচার সম্পাদক আহমদ
আব্দুল কাইয়ুম বক্তব্য রাখেন।
No comments