বেনজীরের ওপর হামলার মূল পরিকল্পনাকারী নিহত
পাকিস্তানের
সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোকে লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলা চালানোর
মূল পরিকল্পনাকারী তালেবান কমান্ডার ফিরদৌস খান পুলিশের গুলিতে নিহত
হয়েছে। করাচির মাঙ্গোপির এলাকায় পুলিশের সঙ্গে ১ ঘণ্টা বন্দুকযুদ্ধে নিহত
হয় ফিরদৌস। অপরাধ তদন্ত বিভাগের সিনিয়র এক কর্মকর্তা উসমান বাজওয়া এ তথ্য
দিয়েছেন। ২০০৭ সালে ওই বোমা হামলায় ১৩৯ জন নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন
বেনজীর ভুট্টোর ৪৫০ সমর্থক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সৌভাগ্যক্রমে, ওই হামলায় বেঁচে গেলেও, মাত্র দুই মাস পর রাওয়ালপিন্ডিতে এক
সমাবেশে আততায়ীর গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বেনজীর। দীর্ঘ ৮ বছর
স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার পর করাচিতে প্রথমবার বোমা হামলার মুখে
পড়েন বেনজীর। জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কিছুক্ষণ পর দুটি
বোমা বিস্ফোরিত হয়। হাজার হাজার সমর্থক সেদিন বেনজীরকে অভ্যর্থনা জানাতে
গিয়েছিলেন। অভিযোগ রয়েছে, বেনজীর দেশে ফেরার দিন তাকে হত্যার জন্য আত্মঘাতী
বোমা হামলাকারীকে প্রশিক্ষণ দিয়েছিল এবং তাকে টার্গেটের কাছাকাছি পৌঁছে
দিয়েছিল ফিরদৌস। বাজওয়া বলেন, সোমবার রাত ও মঙ্গলবার সকালের মধ্যে
বন্দুকযুদ্ধ শুরু হয়েছিল। বন্দুকযুদ্ধের সময় অন্ধকার থাকায় বেশ কয়েকজন
তালেবান কমান্ডার পালাতে সক্ষম হয়। পাকিস্তানের তৎকালীন সেনাশাসক জেনারেল
(অব.) পারভেজ মোশাররফ বেনজীরের হত্যাকা-ের জন্য পাকিস্তান তালেবানের প্রধান
বাইতুল্লাহ মেহসুদকে দায়ী করেছিলেন। তবে বেনজীরের হত্যাকা-ের সঙ্গে তার
কোন সম্পৃক্ততা নেই বলে দাবি করেছিল সে। ২০০৯ সালের আগস্টে মার্কিন এক
ড্রোন হামলায় নিহত হয় মেহসুদ।
No comments