রাক্ষসী মা!
মায়ের কোল শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ মনে করা হয়। পৃথিবীর সূচনা থেকে মা সকল মমতার আধার ও কেন্দ্রবিন্দু। অথচ সেই মা যদি নিজ সন্তানকে হত্যার চেষ্টা চালায় তাহলে তাকে রাক্ষসী মা ছাড়া আর কিইবা বলা যেতে পারে। এর চেয়ে চরম মর্মান্তিক ও নিষ্ঠুরতম কাজ পৃথিবীতে আর কী হতে পারে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এ ধরণের একটি ঘটনা ঘটেছে। নিজ সন্তানকে ড্রেনে ফেলে দিয়ে হত্যার চেষ্টা চালায় মা। পুত্র শিশুটি টানা পাঁচ দিন প্রায় আট দশমিক দুই ফুট গভীর ময়লার ড্রেনে পড়ে ছিল। শিশুটিকে জীবিত উদ্ধার করার পর এমনই ধারণা করছেন তদন্তকারীরা। এ ঘটনায় সোমবার ওই মায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সিডনির পশ্চিমাঞ্চলে ওই ময়লার ড্রেনের পাশ দিয়ে সাইকেল চালানোর একটি রাস্তা ছিল। রোববার সকালে ওই রাস্তা দিয়ে সাইকেল-আরোহীরা যাওয়ার সময় শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে কয়েকজন মিলে ড্রেনের ভারী ঢাকনা তুলে শিশুটিকে দেখেন। এ সময় শিশুটি হাসপাতালের কম্বলে পেঁচানো ছিল। শিশুটি কিভাবে এত দিন বেঁচে ছিল এ ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধারের পর অনেক খোঁজাখুঁজি করে তার মাকে বের করা হয়েছে। তার বিরুদ্ধে নবজাতককে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুটি মঙ্গলবার সন্ধ্যা থেকে ময়লার ড্রেনে পড়ে ছিল। রোববার শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর নবজাতককে হত্যা চেষ্টার অভিযোগে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। পুলিশ ধারণা করছে, সোমবার শিশুটির জন্ম হয়েছে এবং ১৮ নভেম্বর মঙ্গলবার তাকে ড্রেনে ফেলে দেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির অবস্থা গুরুতর তবে স্থিতিশীল রয়েছে। আদালতের নথি থেকে জানা যায়, ওই নারী তার নবজাতককে ড্রেনে ফেলার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তিনি ভেবেছিলেন, শিশুটি মারা যেতে পারে।
সূত্র : এএফপি।
সূত্র : এএফপি।
No comments