হিটলারের জলরঙের চিত্রকর্ম বিক্রি
প্রায়
একশ’ বছর আগে তরুণ অ্যাডলফ হিটলারের আঁকা একটি জল রঙের চিত্রকর্ম ১ কোটি
২৫ লাখ টাকায় (১ লাখ ৬১ হাজার ডলারে) বিক্রি হয়েছে। শনিবার জার্মানির
নুরেমবার্গ শহরে নিলামে এটি বিক্রি হয়ে বলে জানিয়েছে নিলাম হাউস ওয়েডলার।
তবে ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। ১৯১৪ সালে মিউনিখ সিটি হলের চিত্র
এঁকেছিলেন হিটলার, যখন তার বয়স ছিল কুড়ির কোটায়। দু’জন বয়স্ক সহোদরা এটি
নিলামে তোলেন। তাদের দাদা ১৯১৬ সালে এটি কিনেছিলেন। চিত্রকর্মটির আয়তন ১১
ইঞ্চি বাই ৮.৭ ইঞ্চি। তরুণ বয়সে হিটলার ভিয়েনা চারুকলা একাডেমিতে ভর্তি
হওয়ার আবেদন করেছিলেন। কিন্তু তার সে আবেদন গ্রহণ করা হয়নি। তবে আঁকাআঁকি
চালিয়ে যান তিনি। পর্যটকদের কাছে তিনি তার চিত্রকর্ম বিক্রি করতেন।
বোদ্ধারা হিটলারের চিত্রকর্মকে মাঝারি মানের বলে মনে করেন। বড় বড় নিলাম
হাউসগুলো তার চিত্রকর্ম নিলামে তুলতে আগ্রহ দেখায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের
পরে এই নুরেমবার্গেই নাৎসি নেতাদের যুদ্ধাপরাধের বিচার হয়। যুদ্ধের শেষ
দিকে হিটলার বার্লিনের একটি বাঙ্কারে আত্মহত্যা করেন। এএফপি
No comments