খালাস চেয়ে নিজামীর আপিল
মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছেন জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী। তার আইনজীবী জয়নাল আবেদীন গতকাল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করেন। নিজামীর আইনজীবী তাজুল ইসলাম এবং শিশির মুহাম্মদ মনির আপিল দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, ১২১ পৃষ্ঠার আপিল আবেদনের সঙ্গে ৬২৫২ পৃষ্ঠার নথিপত্র দাখিল করেছেন তারা। এতে ১৬৮টি যুক্তি তুলে ধরা হয়েছে। অন্যদিকে, এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ট্রাইব্যুনাল নিজামীর সর্বোচ্চ সাজার যে রায় দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। আসামির আপিলের বিপক্ষে আমরা যুক্তিতর্কে অংশ নেবো। গত ২১শে অক্টোবর নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহীমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। নিজামীর মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগের মধ্যে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সংঘটনে সহযোগিতার আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে বুদ্ধিজীবী গণহত্যাসহ চার অভিযোগের প্রত্যেকটিতে তাকে মৃত্যুদ- দেয় ট্রাইব্যুনাল। বাকি চারটি অভিযোগে নিজামীর যাবজ্জীবন কারাদ- এবং আট অভিযোগে তাকে খালাস দেয়া হয়। এর আগে চট্টগ্রামের চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলাতেও মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় দেয়া হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় চারটি আপিল নিষ্পত্তি হয়েছে। আপিল বিভাগের রায় অনুযায়ী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদ- কার্যকর করা হয়। দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদ-ও বহাল রেখেছে আপিল বিভাগ। জামায়াতের আরেক নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় দিয়েছিল ট্রাইব্যুনাল। পরে আপিল বিভাগ তার আমৃত্যু কারাদণ্ড দেয়। অন্যদিকে, মৃত্যুর কারণে আবদুল আলীমের মামলায় দায়ের করা আপিল পরিত্যক্ত ঘোষণা করা হয়।
No comments