ইসরাইলি কারাগারে জীবন বিপন্ন পনেরো’শ ফিলিস্তিনির
ইসরাইলের কারাগারগুলোতে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে দেড় হাজারই অসুস্থ। ফিলিস্তিনি বন্দি বিষয়ক বিভাগ এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। এ সব অসুস্থ ফিলিস্তিন বন্দির অনেকেরই জীবন বিপদের মুখে পড়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়েছে, ইসরাইলি কারাগারগুলোর খারাপ চিকিৎসা ব্যবস্থা, অস্বাস্থ্যকর ও নোংরা শৌচাগার এবং বন্দিদের চিকিৎসায় মারাত্মক অবহেলা ফিলিস্তিনি বন্দিদের অসুখের কারণ হয়ে উঠেছে।
ইসরাইলি কারাগারে এ পর্যন্ত ২০৬ জন ফিলিস্তিনি মারা গেছেন এবং এদের ৩০ শতাংশই মারা গেছেন নানা অসুখে ভুগে।
এ ছাড়া কারাগারে অসুস্থ হয়ে পড়া অনেক হতভাগ্য ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার পরপরই মারা গেছেন বলে বিবৃতিতে জানানো হয়।
ইসরাইলের বন্দি শিবিরগুলোতে বর্তমানে সাত হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছে। এদের অনেককেই বিনা অভিযোগ আটক রাখা হয়েছে। - রেডিও তেহরান
এতে বলা হয়েছে, ইসরাইলি কারাগারগুলোর খারাপ চিকিৎসা ব্যবস্থা, অস্বাস্থ্যকর ও নোংরা শৌচাগার এবং বন্দিদের চিকিৎসায় মারাত্মক অবহেলা ফিলিস্তিনি বন্দিদের অসুখের কারণ হয়ে উঠেছে।
ইসরাইলি কারাগারে এ পর্যন্ত ২০৬ জন ফিলিস্তিনি মারা গেছেন এবং এদের ৩০ শতাংশই মারা গেছেন নানা অসুখে ভুগে।
এ ছাড়া কারাগারে অসুস্থ হয়ে পড়া অনেক হতভাগ্য ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার পরপরই মারা গেছেন বলে বিবৃতিতে জানানো হয়।
ইসরাইলের বন্দি শিবিরগুলোতে বর্তমানে সাত হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছে। এদের অনেককেই বিনা অভিযোগ আটক রাখা হয়েছে। - রেডিও তেহরান
No comments