আমাদের মেয়ে এখনও বেঁচে আছে
ইউক্রেনের পূর্বাঞ্চলে ২৯৮ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া মালয়েশীয় বিমানের এক অস্ট্রেলীয় যাত্রীর বাবা-মা এখনও আশায় বুক বেঁধে আছেন যে, তাদের মেয়ে এখনও বেঁচে আছে। তাই মেয়েকে খুঁজতে ইউক্রেন যাচ্ছেন তারা দু’জন। শুক্রবার এক খবরে এ কথা বলা হয়। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত মালয়েশীয় বিমানে জার্জি ও এঞ্জেলা দিকজিলাস্কির একমাত্র মেয়ে ফাতেমাও ছিলেন। তিনি পার্থে মা-বাবার সঙ্গে দেখা করতে আসছিলেন। ফাতেমার বাবা জার্জি আমস্টার্ডমের শিফল বিমানবন্দরে অস্ট্রেলীয় সংবাদপত্রকে বলেন,
‘আমরা এখনও মনে করি সে বেঁচে আছে। তাই আমরা তাকে খুঁজতে আজ দোনেস্ক যাচ্ছি। ফাতেমার বাবা-মা এখনও আশা করছেন, তাদের ২৫ বছর বয়সী মহাকাশ বিজ্ঞানী মেয়ে কোনো না কোনোভাবে বেঁচে আছে। বাবা-মা ভাবছেন, তাদের মেয়েটি হয়তো কোনোভাবে বিধ্বস্ত বিমানটির বাইরে ছিটকে পড়ে সিট বেল্ট বাঁধা অবস্থায় কোথাও আটকা পড়ে আছে। তার বাবা দৃঢ় বিশ্বাস নিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের মেয়ে এখনও বেঁচে আছে।’ নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও তারা বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থলে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। মা এঞ্জেলা কিয়েভে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েট প্রেসকে বলেন, ‘না, আমরা চিন্তিত নই।’ বাবা জার্জি বলেন, আমরা বিমানটিকে হামলা করার স্থানে যাব, আমরা তাকে খুঁজে দেখতে চাই।’ তিনি বলেন, দুর্ঘটনায় যারা বেঁচে আছে তাদের সম্পর্কে কেউ কিছু বলছে না, এর নিশ্চয় একটা কারণ আছে। এই দুর্ঘটনায় কেউ কেউ এখনও বেঁচে আছেন এমন সাক্ষ্য-প্রমাণ আছে।’ এএফপি।
No comments