কাবুলে রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা-গুলিতে নিহত ২১
(হামলার পর শনিবার সকালে ঘটনাস্থল ঘুরে দেখেন আফগান বিশেষ বাহিনীর সদস্যরা।)
আফগানিস্তানের রাজধানী কাবুলের জনাকীর্ণ
একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে অন্তত ২১ জন নিহত হয়েছে।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। নিহতদের মধ্যে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা ও জাতিসংঘের চার
কর্মী রয়েছেন। তালেবান এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে,
আফগানিস্তানে অবস্থানরত বিদেশি কর্মকর্তাদের লক্ষ্য করেই পরিকল্পিত এই
হামলা চালানো হযেছে। আফগানিস্তানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আইয়ুব
সালাঙ্গি জানান, শুক্রবার রাতে জনাকীর্ণ ওই রেস্তোরাঁর ফটকের বাইরে একজন
আত্মঘাতী বোমা হামলাকারী তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এর ঠিক পরপরই
দু’জন বন্দুকধারী রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করে এলোপাথারি গুলি ছুড়তে শুরু
করে। কাবুলের
পুলিশ প্রধান মোহাম্মদ জহির বার্তাসংস্থা এএফপিকে বলেন, "শুক্রবারের ওই
হামলার ঘটনায় শনিবার সকাল পর্যন্ত ১৩ বিদেশিসহ অন্তত ২১ জন নিহত হয়েছে বলে
আমরা নিশ্চিত হয়েছি। নিহতদের মধ্যে পাঁচজন নারীও রয়েছেন।" এছাড়া শুক্রবারের
ওই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলেও জানান জহির। প্রসঙ্গত,
কাবুলের ওয়াজির আকবর খান এলাকায় অবস্থিত ওই রেস্তোরাঁটি বিদেশি নাগরিক ও
কূটনৈতিকসহ আফগানিস্তানে কর্মরত বিভিন্ন দাতা সংস্থার কর্মীদের কাছে বেশ
জনপ্রিয়।
No comments