গ্রেফতার এড়াতে দেবযানীকে জাতিসংঘ প্রতিনিধি করল ভারত
গ্রেফতার এড়াতে নিউইয়র্কে অভিযুক্ত ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে জাতিসংঘে স্থানান্তর করা হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানান, তারা যুক্তরাষ্ট্রে অভিযোগের মুখোমুখি হওয়া কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে শনিবার জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে স্থানান্তর করেছেন। জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অশোক মুখার্জি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে লেখা এক চিঠিতে দেবযানী খোবরাগাড়েকে স্থানান্তর করার কথা জানান। জাতিসংঘে তার এ পদের কারণে দেবযানী একজন পরিচারিকাকে কম বেতন দেয়ার অভিযোগে গ্রেফতারী পরোয়ানা থেকে রেহাই পেতে পারেন। নিউইয়র্কের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়ে (৩৯) যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার কূটনৈতিক কোন্দোলের কেন্দ্রে অবস্থান করছেন। এদিকে, দেবযানী খোবরাগাড়ে ইস্যুতে সুর নরম করল নয়াদিল্লি। প্রথমে ক্ষমা চাওয়ার দাবি তুললেও এখন ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় গুরুত্ব দিতে চায় ভারত।
এদিকে বিতর্ক উস্কে দেবযানীর পরিবারের অভিযোগ, পরিচারিকা সঙ্গীতা রিচার্ড সম্ভবত সিআইএ এজেন্ট। দেবযানী খোবরাগাড়েকে ভারতের স্থায়ী মিশনে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করল রাষ্ট্রসংঘ। ভারতীয় কূটনীতিককে হেনস্থার অভিযোগ। প্রতিবাদের ঝড় দেশজুড়ে কড়া অবস্থান নেয় কেন্দ্রও। ওয়াশিংটনের সঙ্গে কার্যত সংঘাতের পথেই হাঁটতে শুরু করে নয়াদিল্লি। দুঃখপ্রকাশ করেও পাল্টা চাপ দেয় মার্কিন প্রশাসনও। সম্ভবত তার জেরেই শনিবার কিছুটা নরম সুর শোনা গেল কেন্দ্রের গলায়। একাধিক ক্ষেত্রে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ নিবিড় ভারতের। সেখানে দাঁড়িয়ে দেবযানী খোবারাগাড়ে ইস্যুকে সামনে রেখে সম্পর্কের অবনতি কিছুটা হলেও কি চিন্তা বাড়িয়েছে নয়াদিল্লির? উঠতে শুরু করেছে প্রশ্ন। নিউইয়র্ক টাইমস, টাইমস অব ইন্ডিয়া।
No comments