উড়ন্ত হোটেল
পঙ্খীরাজ ঘোড়ায় চেপে মেঘ রাজ্যে উড়ে বেড়ানোর স্বাদ এতদিন কেবল গল্পকথার রাজপুত্তুররাই পেত- বাস্তবে তা ছিল অলিক-অধরা! সময় বদলেছে, রূপকথার সে গল্প আজ প্রযুক্তির জাদুতে বাস্তব সত্যে পরিণত হয়েছে। এখন অনায়াসেই মেঘের দেশে ভেসে বেড়ানো যাবে। মানুষকে মেঘের দেশে নিয়ে ভাসমান আনন্দ দেয়ার জন্য সম্প্রতি হোটেল ম্যানড ক্লাউড নামে একটি সেভেন স্টার হোটেল তৈরি করেছেন ফরাসি প্রযুক্তিবিদরা। এমনিতেও ফ্রান্সের ম্যানড ক্লাউড বিশ্বের অন্যতম সেরা হোটেলগুলোর একটি। বিচিত্রতার দিক দিয়েও সবাইকে ছাড়িয়ে গেছে এটি। মাটি থেকে দেখলে মনে হবে, আকাশে ভেসে বেড়াচ্ছে কোনো নভোযান।
দোল খেলছে ভাসমান মেঘের সঙ্গে। চমকে যাওয়ার মতো সবকিছুতেই ঠাসা এই উড়ন্ত হোটেল। মেরি মাসউড সর্বপ্রথম এই হোটেলের নকশা নিয়ে ভাবেন এবং তিনিই মূল পরিকল্পনাকারীদের একজন। সাধারণ মানুষকে অবাক করে দেয়ার মতো নকশা বানাতে গিয়েই এই হোটেলের ভাবনা আসে তার মাথায়। তিনি ভাবতেন কেমন হবে একটি পুরো হোটেল যদি উড়ে বেড়ায় খোলা বাতাসে? হয়েছেও তাই। ম্যানড ক্লাউড ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে উড়ে আকাশে। একটি পুরো হোটেল আকাশে ঘুরে বেড়াচ্ছে দেখতেই অবাক হয়ে যান অনেকেই। প্রায় ৪০ জন যাত্রী নিয়ে আকাশে বিচরণকারী এই হোটেলে আছে একটি প্রকাণ্ড জিমনেসিয়াম, সুপরিসর লাইব্রেরি, বড় ডাইনিং রুম, মিনি বারান্দা এবং একটি স্পা সেন্টার। ডি জিন।
No comments