সর্বত্র জনআতঙ্ক, তৃণমূলে রণপ্রস্তুতি by জাকারিয়া পলাশ
আলোচিত ২৫ শে অক্টোবরের সূর্যোদয় হয়েছে।
আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠায় নিস্তব্ধ রাজপথ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে
আতঙ্ক। বিএনপি-জামায়াতের কর্মীরা প্রস্তুত সমাবেশে অংশ নিতে। এরই মধ্যে
বৃষ্টিও যুক্ত হয়েছে রাজধানীর রাজনীতিতে।
বৃষ্টির শীতল
ছোঁয়া কিছুটা স্বস্তির পরিবেশ সৃষ্টি করেছে। সাধারণ মানুষ ঘরের বাইরে
আসছেন না। রাস্তার দৃশ্য দেখে হরতালের দিনের কথা মনে হয়। কড়া প্রহরায়
রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাড়তি নিরাপত্তার জন্য
নামানো হয়েছে বিজিবি। রাজধানীর যাত্রাবাড়ী, টিকাটুলি, আমিনবাজার,
আব্দুল্লাহপুরসহ বিভিন্নস্থানে বসানো হয়েছে বিশেষ চেক পোস্ট। অপরদিকে
তৃণমূল রাজনীতিকরা প্রস্তুত রণপ্রস্তুতি নিয়ে। রাজধানী ও এর আশপাশের এলাকায়
আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখছেন।
থানা পর্যায়ের নেতারা দেশীয় অস্ত্রসহ প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।
বঙ্গবন্ধু এ্যভিনিউয়ে অবস্থান করবেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
তৃণমূল নেতাকর্মীদের ২৫শে অক্টেবরের করনীয় সম্পর্কে নির্দেশনা দেয়া হয়েছে
আগেই। ধানমন্ডি থানার এক কর্মী জানান, আমরা প্রস্তুত রয়েছি। বিভিন্ন স্পটে
আমরা অবস্থান নেব। বিএনপি জামায়াতের যে কোন ধরণের নাশকতার বিরুদ্ধে আমরা
কর্মীদের সজাগ করেছি। ঢাকা মহানগরী দক্ষিণ ছাত্রলীগের এক সহ-সভাপতিও
দিয়েছেন একই ইঙ্গিত। তবে শিবিরের অ্যাকশন মোকাবিলার বিষয়ে তারা আতঙ্কে
রয়েছেন। বলেন, বিএনপি, সেচ্ছাসেবক দল বা ছাত্রদলকে নিয়ে আমরা খুব বেশি
ভাবছি না। তবে শিবির ক্যাডারদের মোকাবিলায় আমাদের বাড়তি প্রস্তুতি নিতে
হচ্ছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের মধ্যে চলছে আলাদা আতঙ্ক।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগ কর্মীরা বাড়তি সতর্ক অবস্থান
নিয়েছেন। আজ থেকে যেকোন সময় বিশ্ববিদ্যালয়ের হল দখলের জন্য ছাত্রদল ও শিবির
অ্যাকশনে যাওয়ার খবরে তারা এ বাড়তি প্রস্তুতি নিয়েছেন। বিএনপি ও জামায়াতের
বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। মগবাজার এলাকার
সেচ্ছাসেবক দলের এক কর্মী জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে
থাকব। ২৫শে অক্টোবর জনসভায় আমরা অংশ নেব। নিজের এলাকা থেকে মিছিল নিয়েই যাব
সভাস্থালে। কেউ বাধা দিলে তার মোকাবিলাও করতে হবে। ধানমন্ডি থানার যুবদলের
এক নেতা গতরাতে জানিয়েছেন, পুলিশের গণগ্রেপ্তারের কারণে আমাদের একটু
সাবধানে থাকতে হচ্ছে। তবে রাজপথ আমাদের দখলেই থাকবে। এটা আমাদের অস্তিত্বের
প্রশ্ন। তিনি জানান, কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে কোন ধরণের সহিংসতায়
না জড়াতে। তবে, আঘাত এলে বসে না থাকারও নির্দেশ রয়েছে।
No comments