শুরুটা ভালো হলো না তামিমের
‘স্বপ্ন সত্যি হওয়া’ কাউন্টি অভিষেকটা ভালো হলো না তামিম ইকবালের। দল জয় পেলেও ব্যাট হাতে রান পাননি এই বাঁহাতি। পরশু ডার্বিতে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে তাঁর দল নটিংহ্যামশায়ার জিতেছে ৫ উইকেটে। স্বাগতিক ডার্বিশায়ারের করা ১৭০ রান টপকে যায় ৩ বল হাতে রেখেই। যেখানে ওপেন করতে নামা তামিমের অবদান মাত্র ৮ রান। তাঁর ১২ বলের ইনিংসটা শেষ হয় ইনিংসের তৃতীয় ওভারে থার্ডম্যানে ক্যাচ দিয়ে।
শুধু টি-টোয়েন্টি খেলতে নটিংহ্যামে যোগ দেওয়া তামিম ম্যাচের আগে বিবিসিকে বলেছিলেন এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। ‘কাউন্টি ক্রিকেট খেলাটা আমার স্বপ্ন ছিল। যখন শুনলাম নটসে যোগ দিতে পারি সত্যিই দারুণ লাগছিল।’ অস্ট্রেলিয়ান ডেভিড হাসির জায়গায় নটিংহ্যামশায়ারে যোগ দিয়েছেন তামিম।
শুধু টি-টোয়েন্টি খেলতে নটিংহ্যামে যোগ দেওয়া তামিম ম্যাচের আগে বিবিসিকে বলেছিলেন এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। ‘কাউন্টি ক্রিকেট খেলাটা আমার স্বপ্ন ছিল। যখন শুনলাম নটসে যোগ দিতে পারি সত্যিই দারুণ লাগছিল।’ অস্ট্রেলিয়ান ডেভিড হাসির জায়গায় নটিংহ্যামশায়ারে যোগ দিয়েছেন তামিম।
No comments