বাংলাদেশে দেখা যাচ্ছে কোপার খেলা
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল কোপা আমেরিকার ফুটবল না দেখালেও খেলা দেখা থেকে বঞ্চিত হয়নি বাংলাদেশের দর্শক। কাল আর্জেন্টিনা-বলিভিয়ার উদ্বোধনী ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে ভারতীয় ক্রীড়া চ্যানেল নিও স্পোর্টস। এ ছাড়া পশ্চিমবঙ্গের বেসরকারি টেলিভিশন চ্যানেল কলকাতা টিভিতেও খেলা দেখা গেছে বাংলাদেশে। প্রথম আলো থেকে যোগাযোগ করা হলে কোপা আমেরিকার সম্প্রচার বিভাগের মুখপাত্র কারিনা আরুজো জানান, নিও স্পোর্টস ও কলকাতা টিভিতে (ফ্রি চ্যানেল) কোপা আমেরিকার খেলা দেখা যাবে।
No comments