চাঁদে পাঠানো ক্যামেরা ফিরে পেতে সাবেক নভোচারীর বিরুদ্ধে নাসার মামলা
অ্যাপোলো-১৪ অভিযানে চাঁদে পাঠানো ক্যামেরা ফিরে পেতে সাবেক নভোচারী এডগার মিচেলের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। খবর এপির।
মিচেল সম্প্রতি ওই ক্যামেরাটি নিলামে বিক্রির চেষ্টা করলে নাসা গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার আদালতে মামলাটি করে। নাসা জানিয়েছে, এমন কোনো প্রমাণ নেই যে ওই ক্যামেরাটি চিরদিনের জন্য মিচেলের কাছে হস্তান্তর করা হয়েছে। নাসা তা ফেরত চায়।
১৯৭১ সালে অ্যাপোলো-১৪ অভিযানে গিয়ে চাঁদে হাঁটা ষষ্ঠ ব্যক্তি মিচেল। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের লেক ওর্থে বাস করছেন।
মিচেলের নামে থাকা ফোন নম্বরটির সংযোগ বর্তমানে বিচ্ছিন্ন। ক্যামেরাটির মালিক তিনি কি না, এ ব্যাপারে তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
চাঁদে পাঠানো ১৬ মিলিমিটার আকৃতির ওই ক্যামেরাটি ডেটা অ্যাকুইজিশন ক্যামেরা নামে পরিচিত। অ্যাপোলো-১৪ চন্দ্র অভিযানে পাঠানো দুটি ক্যামেরার মধ্যে এটি ছিল একটি।
মিচেল সম্প্রতি ওই ক্যামেরাটি নিলামে বিক্রির চেষ্টা করলে নাসা গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার আদালতে মামলাটি করে। নাসা জানিয়েছে, এমন কোনো প্রমাণ নেই যে ওই ক্যামেরাটি চিরদিনের জন্য মিচেলের কাছে হস্তান্তর করা হয়েছে। নাসা তা ফেরত চায়।
১৯৭১ সালে অ্যাপোলো-১৪ অভিযানে গিয়ে চাঁদে হাঁটা ষষ্ঠ ব্যক্তি মিচেল। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের লেক ওর্থে বাস করছেন।
মিচেলের নামে থাকা ফোন নম্বরটির সংযোগ বর্তমানে বিচ্ছিন্ন। ক্যামেরাটির মালিক তিনি কি না, এ ব্যাপারে তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
চাঁদে পাঠানো ১৬ মিলিমিটার আকৃতির ওই ক্যামেরাটি ডেটা অ্যাকুইজিশন ক্যামেরা নামে পরিচিত। অ্যাপোলো-১৪ চন্দ্র অভিযানে পাঠানো দুটি ক্যামেরার মধ্যে এটি ছিল একটি।
No comments