জাতীয় সাব-জুনিয়র দাবা
ডা. মির্জা আকমল হোসেন স্মৃতি জাতীয় সাব-জুনিয়র দাবায় ২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইকরামুল হক (সিয়াম), ফাহাদ রহমান, অনিন্দ্য বিশ্বাস, তাহমিনা আক্তার ও তানজিনা আক্তার। মহিলা দাবা: প্রাইম ব্যাংক আন্তর্জাতিক মহিলা রেটিং দাবায় দুই পয়েন্ট নিয়ে শীর্ষে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, শামীমা আক্তার (লিজা), শারমিন সুলতানা, শারমিন সামিহা ও নাজরানা খান (ইভা)।
No comments