ভারতের মন্দির থেকে ৫০ হাজার কোটি রুপির ধনরত্ন উদ্ধার
ভারতের দক্ষিণাঞ্চলে একটি হিন্দু মন্দিরে বিপুল পরিমাণ সোনা-রুপার অলংকার, ধাতব মুদ্রা ও মূল্যবান পাথর পাওয়া গেছে। গতকাল শনিবার কর্মকর্তারা এ কথা জানান।
কেরালার মুখ্য সচিব কে জয়কুমার বলেন, এসব সম্পদের মূল্য ৫০ হাজার কোটি রুপির বেশি হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শ্রীপদ্মনাভস্বামী মন্দিরের কমপক্ষে পাঁচটি ভূগর্ভস্থ কুঠুরিতে হাজার হাজার সোনার চেইন, ধাতব মুদ্রা ও মূল্যবান পাথর রক্ষিত ছিল।
জয়কুমার বলেন, এখনো একটি গোপন কুঠুরি খোলা বাকি রয়েছে, যা প্রায় ১৪০ বছর ধরে খোলা হয়নি। তিনি বলেন, প্রত্নতত্ত্ব বিভাগ এসব সম্পদ পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পরই কেবল এগুলোর প্রকৃত মূল্য নির্ধারণ করা যাবে।
কয়েক শ বছর আগে ত্রিবাঙ্কুরের রাজা মন্দিরটি নির্মাণ করেন। নির্মাণের পর থেকে ভক্তদের দেওয়া মূল্যবান উপহারসামগ্রী মন্দিরের ভূগর্ভস্থ কুঠুরিতে রাখা হতো।
গত বৃহস্পতিবার সেখানে পাওয়া একটি সোনার চেইন ছিল ১৮ ফুট লম্বা। এ ছাড়া সেখানে হাজার হাজার সোনার মুদ্রা পাওয়া গেছে।
কেরালার মুখ্য সচিব কে জয়কুমার বলেন, এসব সম্পদের মূল্য ৫০ হাজার কোটি রুপির বেশি হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শ্রীপদ্মনাভস্বামী মন্দিরের কমপক্ষে পাঁচটি ভূগর্ভস্থ কুঠুরিতে হাজার হাজার সোনার চেইন, ধাতব মুদ্রা ও মূল্যবান পাথর রক্ষিত ছিল।
জয়কুমার বলেন, এখনো একটি গোপন কুঠুরি খোলা বাকি রয়েছে, যা প্রায় ১৪০ বছর ধরে খোলা হয়নি। তিনি বলেন, প্রত্নতত্ত্ব বিভাগ এসব সম্পদ পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পরই কেবল এগুলোর প্রকৃত মূল্য নির্ধারণ করা যাবে।
কয়েক শ বছর আগে ত্রিবাঙ্কুরের রাজা মন্দিরটি নির্মাণ করেন। নির্মাণের পর থেকে ভক্তদের দেওয়া মূল্যবান উপহারসামগ্রী মন্দিরের ভূগর্ভস্থ কুঠুরিতে রাখা হতো।
গত বৃহস্পতিবার সেখানে পাওয়া একটি সোনার চেইন ছিল ১৮ ফুট লম্বা। এ ছাড়া সেখানে হাজার হাজার সোনার মুদ্রা পাওয়া গেছে।
No comments