গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে চুক্তি ১৮ জুলাই
ভারতে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে ১৮ জুলাই ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তি হলে ওই অঞ্চলে শান্তি ফিরে আসবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান।
রাজ্যের মহাকরণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা জানান, ত্রিপক্ষীয় চুক্তির অন্য দুই পক্ষ হবে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম উপস্থিত থাকবেন বলে উল্লেখ করেন তিনি। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে দার্জিলিংসহ বেশ কিছু এলাকা নিয়ে পৃথক রাজ্য গড়ার দাবিতে আন্দোলন করছে গোর্খা জনমুক্তি মোর্চা।
সাংসদ পদ ছাড়তে পারেন মমতা
আগামী মাসে লোকসভার সদস্যপদ ছেড়ে দিতে পারেন মমতা। মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরও সাংসদ পদ ছাড়েননি তিনি। ভারতের সংবিধান অনুযায়ী, মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে লোকসভার সদস্যপদ ছেড়ে দিতে হয়।
রাজ্যের মহাকরণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা জানান, ত্রিপক্ষীয় চুক্তির অন্য দুই পক্ষ হবে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম উপস্থিত থাকবেন বলে উল্লেখ করেন তিনি। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে দার্জিলিংসহ বেশ কিছু এলাকা নিয়ে পৃথক রাজ্য গড়ার দাবিতে আন্দোলন করছে গোর্খা জনমুক্তি মোর্চা।
সাংসদ পদ ছাড়তে পারেন মমতা
আগামী মাসে লোকসভার সদস্যপদ ছেড়ে দিতে পারেন মমতা। মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরও সাংসদ পদ ছাড়েননি তিনি। ভারতের সংবিধান অনুযায়ী, মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে লোকসভার সদস্যপদ ছেড়ে দিতে হয়।
No comments