ম্যানচেস্টার ইউনাইটেড সবচেয়ে দামি ক্লাব
শুধু ফুটবল বিশ্বেই না, পুরো ক্রীড়া দুনিয়ার মধ্যেই সবচেয়ে দামি দল হিসেবে ঘোষিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ ৫০টি দামি ক্লাবের তালিকায় সবার প্রথমেই আছে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাজয়ীরা।
ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য বিবেচিত হয়েছে ১.৮৬ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা আমেরিকান ফুটবল দল ডালাস কাউবয়ের মূল্য ধরা হয়েছে ১.৮১ বিলিয়ন ডলার। ম্যান ইউ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটি ক্লাব আর্সেনাল আছে প্রথম ১০টি দলের তালিকার সপ্তম স্থানে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের অবস্থান পঞ্চম স্থানে। ফুটবল জগতে এ সময়ের সেরা দল হিসেবে গণ্য করা হলেও সবচেয়ে দামি দলের তালিকায় বার্সেলোনার অবস্থানটা অনেকখানি পেছনে। ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার পরও কাতালানরা আছে ফোর্বসের এই তালিকার ২৬তম অবস্থানে।
ফোর্বস তালিকার শীর্ষ ১০ দল: ম্যানচেস্টার ইউনাইটেড, ডালাস কাউবয়, নিউইয়র্ক ইয়াঙ্কি, ওয়াশিংটন রেডস্কিনস, রিয়াল মাদ্রিদ, নিউ ইংল্যান্ড প্যাট্রিয়ট, আর্সেনাল, নিউইয়র্ক জায়ান্ট, হস্টন টেক্সানস, নিউইয়র্ক জেট।
ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য বিবেচিত হয়েছে ১.৮৬ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা আমেরিকান ফুটবল দল ডালাস কাউবয়ের মূল্য ধরা হয়েছে ১.৮১ বিলিয়ন ডলার। ম্যান ইউ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটি ক্লাব আর্সেনাল আছে প্রথম ১০টি দলের তালিকার সপ্তম স্থানে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের অবস্থান পঞ্চম স্থানে। ফুটবল জগতে এ সময়ের সেরা দল হিসেবে গণ্য করা হলেও সবচেয়ে দামি দলের তালিকায় বার্সেলোনার অবস্থানটা অনেকখানি পেছনে। ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার পরও কাতালানরা আছে ফোর্বসের এই তালিকার ২৬তম অবস্থানে।
ফোর্বস তালিকার শীর্ষ ১০ দল: ম্যানচেস্টার ইউনাইটেড, ডালাস কাউবয়, নিউইয়র্ক ইয়াঙ্কি, ওয়াশিংটন রেডস্কিনস, রিয়াল মাদ্রিদ, নিউ ইংল্যান্ড প্যাট্রিয়ট, আর্সেনাল, নিউইয়র্ক জায়ান্ট, হস্টন টেক্সানস, নিউইয়র্ক জেট।
No comments