নির্বাচনে বিপর্যয় সত্ত্বেও বামফ্রন্ট ভাঙবে না
পশ্চিমবঙ্গের বিরোধী জোট বামফ্রন্টের শরিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই) বলেছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপর্যয় সত্ত্বেও বামফ্রন্ট ভাঙবে না। গতকাল সোমবার রাজ্য দপ্তর ভূপেশ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিআইয়ের সাধারণ সম্পাদক মঞ্জুকুমার মজুমদার এ কথা বলেন।
গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের ব্যাপক বিপর্যয় নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে বসেন সিপিআইয়ের রাজ্য কমিটির নেতারা। বৈঠকে নির্বাচনে পরাজয়ের কারণ নিয়ে ব্যাপক আলোচনা হয়। এ সময় পরাজয়ের দায় পরোক্ষভাবে বামফ্রন্টের প্রধান শরিক সিপিএমের ওপর চাপানো হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মঞ্জুকুমার বলেন, মূলত বামফ্রন্টের বড় শরিক সিপিএম ও রাজ্য সরকার সমার্থক হয়ে যাওয়ায় নির্বাচনে বামফ্রন্টের ভরাডুবি হয়েছে। তিনি এও স্বীকার করেন, বামফ্রন্ট সরকারের জমিসংক্রান্ত নীতি ছিল ভ্রান্ত। উন্নয়ন সম্পর্কে রাজ্যবাসীকে সঠিক ধারণা দিতেও তারা ব্যর্থ হয়েছে। তবে তিনি জানান, বামফ্রন্ট ভাঙবে না। শরিকদের মধ্যে এখনো ঐক্য অটুট। বামফ্রন্টের কোনো বিকল্প নেই। এখনো বামফ্রন্টের বিকল্প বামফ্রন্টই।
গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের ব্যাপক বিপর্যয় নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে বসেন সিপিআইয়ের রাজ্য কমিটির নেতারা। বৈঠকে নির্বাচনে পরাজয়ের কারণ নিয়ে ব্যাপক আলোচনা হয়। এ সময় পরাজয়ের দায় পরোক্ষভাবে বামফ্রন্টের প্রধান শরিক সিপিএমের ওপর চাপানো হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মঞ্জুকুমার বলেন, মূলত বামফ্রন্টের বড় শরিক সিপিএম ও রাজ্য সরকার সমার্থক হয়ে যাওয়ায় নির্বাচনে বামফ্রন্টের ভরাডুবি হয়েছে। তিনি এও স্বীকার করেন, বামফ্রন্ট সরকারের জমিসংক্রান্ত নীতি ছিল ভ্রান্ত। উন্নয়ন সম্পর্কে রাজ্যবাসীকে সঠিক ধারণা দিতেও তারা ব্যর্থ হয়েছে। তবে তিনি জানান, বামফ্রন্ট ভাঙবে না। শরিকদের মধ্যে এখনো ঐক্য অটুট। বামফ্রন্টের কোনো বিকল্প নেই। এখনো বামফ্রন্টের বিকল্প বামফ্রন্টই।
No comments