সন্তানদের রক্ষার জন্য মা-বাবাদের আবেদন
তেজস্ক্রিয়ার প্রভাব থেকে তাঁদের সন্তানদের রক্ষায় আরও পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন জাপানি মা-বাবারা। গতকাল মঙ্গলবার জাপানের ফুকুশিমার দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে বসবাসকারী মা-বাবারা সরকারের প্রতি এক ‘জরুরি আবেদনের’ মাধ্যমে এ দাবি জানান।
যেসব স্থানে তেজস্ক্রিয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে, সেখান থেকে শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে নাগরিক ও পরিবেশবাদী ছয়টি সংগঠন। এ ছাড়া পর্যবেক্ষণ আরও জোরদার এবং নির্ধারিত সময়ের আগেই গ্রীষ্মের ছুটি দেওয়ার আহ্বান জানিয়েছে ওই সংগঠনগুলো।
আবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, যেখানে তেজস্ক্রিয়ার প্রভাব তুলনামূলকভাবে কম, লোকজনকে দ্রুত সেখানে সরিয়ে নেওয়া উচিত। এ ক্ষেত্রে অবশ্যই নবজাতক, শিশু ও সন্তানসম্ভবা মায়েদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
যেসব স্থানে তেজস্ক্রিয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে, সেখান থেকে শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে নাগরিক ও পরিবেশবাদী ছয়টি সংগঠন। এ ছাড়া পর্যবেক্ষণ আরও জোরদার এবং নির্ধারিত সময়ের আগেই গ্রীষ্মের ছুটি দেওয়ার আহ্বান জানিয়েছে ওই সংগঠনগুলো।
আবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, যেখানে তেজস্ক্রিয়ার প্রভাব তুলনামূলকভাবে কম, লোকজনকে দ্রুত সেখানে সরিয়ে নেওয়া উচিত। এ ক্ষেত্রে অবশ্যই নবজাতক, শিশু ও সন্তানসম্ভবা মায়েদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
No comments