যুক্তরাজ্যে সাজার মেয়াদ অর্ধেক কমিয়ে আনার পরিকল্পনা বাতিল

অপরাধীদের সাজা অর্ধেক কমিয়ে আনার পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাজ্য। বাজেট ঘাটতি কমাতে প্রস্তাবিত এ পরিকল্পনার আওতায় প্রাথমিক পর্যায়ে অপরাধীরা দোষ স্বীকার করলে প্রাপ্ত সাজা অর্ধেক করার কথা বলা হয়েছে। কিন্তু এ ব্যাপারে ক্ষমতাসীনসহ বিভিন্ন দলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় ওঠে। এর ফলে সরকার পরিকল্পনাটি বাতিল করে বলে গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়।
ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল থেকেই এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। আরও প্রতিবাদ করে অপরাধের ঘটনায় ক্ষতিগ্রস্তরা। বিশেষ করে এই ভীতি সবচেয়ে বেশি কাজ করে যে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ধর্ষকেরা পার পেয়ে যাবে।
বাজেট ঘাটতি ২০ শতাংশ কমাতে গত বছর যুক্তরাজ্যের বিচারমন্ত্রী কেন ক্লার্ক এ পরিকল্পনাটি তুলে ধরেন। এর মূল লক্ষ্য ছিল ইংল্যান্ড ও ওয়েলসে কারাবন্দীর সংখ্যা তিন হাজার কমিয়ে আনা।

No comments

Powered by Blogger.