শ্রীলঙ্কায় ন্যানো ট্যাক্সিকে ‘না’

শ্রীলঙ্কার পরিবহনের বাজারে ভাড়ায় চালিত যান হিসেবে ভারতের টাটা ন্যানো গাড়ির অন্তর্ভুক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছে শত শত অটোরিকশাচালক। গতকাল মঙ্গলবার রাজধানী কলম্বোয় সড়ক অবরোধ করে তারা এ প্রতিবাদ জানায়। টাটার ন্যানোই এখন বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি বলে পরিচিত।
শ্রীলঙ্কার ফেডারেশন অব সেলফ-এমপ্লয়িজ (এফওএসই) জানায়, চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কায় ভাড়ায় চালিত যান হিসেবে ভারতের ন্যানো গাড়ি চালু করা হয়। ট্যাক্সি হিসেবে এসব গাড়ি যদি আরও বাড়ানো হয়, তাহলে বহু অটোরিকশাচালক বেকার হয়ে পড়বে। শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সি ক্যাবগুলোর চেয়ে ন্যানো গাড়ির দাম তুলনামূলকভাবে কম। এ জন্য গাড়িটির চাহিদা ব্যাপক। এ ছাড়া তিন চাকার অটোরিকশা প্রায়ই রাস্তাঘাটে ভয়ংকর সব দুর্ঘটনা ঘটায় বলে নিরাপদ যান হিসেবেও ন্যানোর চাহিদা রয়েছে।

No comments

Powered by Blogger.