জন্মদিনে কর্মস্থলেই ব্যস্ত ছিলেন প্রিন্স উইলিয়াম
ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী ও ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম গতকাল মঙ্গলবার তাঁর ২৯তম জন্মদিন অনাড়ম্বরভাবে উদ্যাপন করেছেন। যুক্তরাজ্যের রাজকীয় বিমানবাহিনীর (আরএএফ) হেলিকপ্টারে একজন পাইলট হিসেবে দিনভর দায়িত্ব পালন করেন তিনি। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগে কেট মিডলটনের সঙ্গে তাঁর বিয়েতে মহাধুমধাম হয়েছে।
প্রিন্স চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছেলে উইলিয়ামের সরকারি বাসভবন ক্লেয়ারেন্স হাউসের একজন মুখপাত্র বলেন, আজকের দিনটি (গতকাল) অন্য সব স্বাভাবিক কর্মমুখর সপ্তাহের একটি দিনের মতোই কাটিয়েছেন উইলিয়াম। আগামী দিনগুলোতেও ঘটা করে জন্মদিন উদ্যাপনে তাঁর কোনো পরিকল্পনা নেই। এর চেয়ে বরং তিনি কানাডা ও ক্যালিফোর্নিয়ায় আসন্ন সফর নিয়ে ব্যস্ত।
প্রিন্স উইলিয়াম এখন উত্তর ওয়েলসের অ্যাংলেসিতে আরএএফের অনুসন্ধান ও উদ্ধারঘাঁটিতে কাজ করছেন। সেখানে উদ্ধারবিষয়ক জরুরি অভিযানের অপেক্ষায় থাকতে হয় তাঁকে। কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পর থেকে ওই ঘাঁটির কাছে কেটকে নিয়ে থাকছেন উইলিয়াম।
৩০ জুন উইলিয়াম ও কেট বিদেশ সফর শুরু করবেন। গত ২৯ এপ্রিল তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
প্রিন্স চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছেলে উইলিয়ামের সরকারি বাসভবন ক্লেয়ারেন্স হাউসের একজন মুখপাত্র বলেন, আজকের দিনটি (গতকাল) অন্য সব স্বাভাবিক কর্মমুখর সপ্তাহের একটি দিনের মতোই কাটিয়েছেন উইলিয়াম। আগামী দিনগুলোতেও ঘটা করে জন্মদিন উদ্যাপনে তাঁর কোনো পরিকল্পনা নেই। এর চেয়ে বরং তিনি কানাডা ও ক্যালিফোর্নিয়ায় আসন্ন সফর নিয়ে ব্যস্ত।
প্রিন্স উইলিয়াম এখন উত্তর ওয়েলসের অ্যাংলেসিতে আরএএফের অনুসন্ধান ও উদ্ধারঘাঁটিতে কাজ করছেন। সেখানে উদ্ধারবিষয়ক জরুরি অভিযানের অপেক্ষায় থাকতে হয় তাঁকে। কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পর থেকে ওই ঘাঁটির কাছে কেটকে নিয়ে থাকছেন উইলিয়াম।
৩০ জুন উইলিয়াম ও কেট বিদেশ সফর শুরু করবেন। গত ২৯ এপ্রিল তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
No comments