প্রমাণিত হলো পাকিস্তান সন্ত্রাসীদের ঘাঁটি: পি চিদাম্বরম
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, ইসলামাবাদের কাছে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুর মধ্য দিয়ে আবার প্রমাণিত হলো, পাকিস্তান সন্ত্রাসীদের ‘ঘাঁটি’।
গতকাল সোমবার এক বিবৃতিতে চিদাম্বরম বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যেখানে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করা হয়েছে, অ্যাবেটোবাদ নামের সেই স্থানটি ইসলামাবাদের অদূরে অবস্থিত। আমরা ওবামার বক্তব্যের এই দিকটি গুরুত্বের সঙ্গে নিয়েছি।’
চিদাম্বরম বলেন, এ ঘটনা থেকে বোঝা যায়, সন্ত্রাসীরা বিভিন্ন সংগঠনে বিভক্ত হয়ে পাকিস্তানে তাঁদের গোপন আস্তানা তৈরি করেছে।
চিদাম্বরম বলেন, ‘আমাদের ধারণা, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার হোতা পাকিস্তানভিত্তিক জঙ্গিদের পাকিস্তানই আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।’ ওই ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে শনাক্ত করা সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করতে তিনি ইসলামাবাদের প্রতি আহ্বান জানান।
গতকাল সোমবার এক বিবৃতিতে চিদাম্বরম বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যেখানে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করা হয়েছে, অ্যাবেটোবাদ নামের সেই স্থানটি ইসলামাবাদের অদূরে অবস্থিত। আমরা ওবামার বক্তব্যের এই দিকটি গুরুত্বের সঙ্গে নিয়েছি।’
চিদাম্বরম বলেন, এ ঘটনা থেকে বোঝা যায়, সন্ত্রাসীরা বিভিন্ন সংগঠনে বিভক্ত হয়ে পাকিস্তানে তাঁদের গোপন আস্তানা তৈরি করেছে।
চিদাম্বরম বলেন, ‘আমাদের ধারণা, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার হোতা পাকিস্তানভিত্তিক জঙ্গিদের পাকিস্তানই আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।’ ওই ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে শনাক্ত করা সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করতে তিনি ইসলামাবাদের প্রতি আহ্বান জানান।
No comments