ইয়েমেনে বিক্ষোভকারীদের ওপর গুলি, নিহত ১ আহত ৩০০
ইয়েমেনের তায়েজ প্রদেশে গতকাল রোববার পুলিশ সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এ ছাড়া তাদের লাঠিপেটাও করা হয়েছে। এতে একজন নিহত ও কমপক্ষে ৩০০ লোক আহত হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে গভর্নরের প্রধান কার্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছোড়ে। এতে কয়েকজনের গায়ে সরাসরি গুলি লাগে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটাও করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের গায়ে সরাসরি গুলি লাগে। তবে বেশির ভাগ লোকই কাঁদানে গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়ে।
এদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আলী অবদুল্লাহ সালেহ বিরোধীদের প্রতি রাস্তায় বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে সালেহর পদত্যাগের দাবিতে বিরোধীরা এই বিক্ষোভ করছে।
সালেহ তায়েজ প্রদেশের সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ক্ষমতার পালা পরিবর্তনের ক্ষেত্রে আলোচনার জন্য আমরা প্রস্তুত। তবে শান্তিপূর্ণ ও সাংবিধানিক কাঠামোর মধ্যেই এটা হতে হবে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে গভর্নরের প্রধান কার্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছোড়ে। এতে কয়েকজনের গায়ে সরাসরি গুলি লাগে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটাও করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের গায়ে সরাসরি গুলি লাগে। তবে বেশির ভাগ লোকই কাঁদানে গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়ে।
এদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আলী অবদুল্লাহ সালেহ বিরোধীদের প্রতি রাস্তায় বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে সালেহর পদত্যাগের দাবিতে বিরোধীরা এই বিক্ষোভ করছে।
সালেহ তায়েজ প্রদেশের সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ক্ষমতার পালা পরিবর্তনের ক্ষেত্রে আলোচনার জন্য আমরা প্রস্তুত। তবে শান্তিপূর্ণ ও সাংবিধানিক কাঠামোর মধ্যেই এটা হতে হবে।
No comments