সিরিয়ায় নতুন সরকার গঠন করতে আদিল সফরকে আমন্ত্রণ
সিরিয়ার সাবেক কৃষিমন্ত্রী আদিল সফরকে (৫৮) নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। গতকাল রোববার দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
সানা জানায়, সফর দুই দিনের মধ্যে নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে পারেন। প্রেসিডেন্ট আসাদ তাঁর ১১ বছরের শাসনামলে এবার নজিরবিহীন চাপের মুখে পড়েছেন। আগামী বুধবার তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণে তিনি জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। ১৯৬৩ সালে বাথ পার্টি ক্ষমতা কুক্ষিগত করার পর থেকে দেশটিতে জরুরি অবস্থা চলছে।
সানা জানায়, সফর দুই দিনের মধ্যে নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে পারেন। প্রেসিডেন্ট আসাদ তাঁর ১১ বছরের শাসনামলে এবার নজিরবিহীন চাপের মুখে পড়েছেন। আগামী বুধবার তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণে তিনি জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। ১৯৬৩ সালে বাথ পার্টি ক্ষমতা কুক্ষিগত করার পর থেকে দেশটিতে জরুরি অবস্থা চলছে।
No comments