অ্যাসাঞ্জের অভিযোগ অস্বীকার করলেন জুলিয়া গিলার্ড
উইকিলিকসের অস্ট্রেলীয় কর্মীদের ব্যাপারে বিদেশে তথ্য পাচারের অভিযোগ অস্ট্রেলিয়া সরকার গতকাল মঙ্গলবার অস্বীকার করেছে। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ সম্প্রতি ওই অভিযোগ করেন।
গতকাল এবিসি টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এবং পররাষ্ট্রমন্ত্রী কেভিড রাডকে ওই-সংক্রান্ত অভিযাগের ব্যাপারে প্রশ্ন করা হলে তাঁরা তা প্রত্যাখ্যান করেন।
পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড বলেন, তিনি নিজে এ-সংক্রান্ত কোনো কাজ করেছেন বলে মনে হয় না।
প্রধানমন্ত্রী গিলার্ড বলেন, তাঁর সরকারের কেউ উইকিলিকসের অস্ট্রেলীয় কর্মীদের ব্যাপারে বিদেশে তথ্য পাচার করেছেন—এমন কোনো কিছু তাঁর জানা নেই।
গিলার্ড দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, আমি সত্যিই বলছি , তাঁর (অ্যাসাঞ্জ) অভিযোগের ব্যাপারে আমি কিছুই জানি না। উইকিলিকসের হয়ে যাঁরা অস্ট্রেলিয়াতে কাজ করছেন, তাঁদের ব্যাপারে কারা বিদেশে তথ্য সরবরাহ করেছে, তা আমি আসলেই জানি না। আমার জ্ঞাতসারে বিষয়টি ঘটেনি।
যৌন হয়রানির অভিযোগে বর্তমানে লন্ডনে ৩৯ বছর বয়সী অ্যাসাঞ্জের বিচার চলছে। গোপন মার্কিন কূটনৈতিক তার বার্তায় নথিপত্র ফাঁস করে দিয়ে অ্যাসাঞ্জ প্রতিষ্ঠিত উইকিলিকস সম্প্রতি বিশ্বে হইচই ফেলে দিয়েছে
গতকাল এবিসি টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এবং পররাষ্ট্রমন্ত্রী কেভিড রাডকে ওই-সংক্রান্ত অভিযাগের ব্যাপারে প্রশ্ন করা হলে তাঁরা তা প্রত্যাখ্যান করেন।
পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড বলেন, তিনি নিজে এ-সংক্রান্ত কোনো কাজ করেছেন বলে মনে হয় না।
প্রধানমন্ত্রী গিলার্ড বলেন, তাঁর সরকারের কেউ উইকিলিকসের অস্ট্রেলীয় কর্মীদের ব্যাপারে বিদেশে তথ্য পাচার করেছেন—এমন কোনো কিছু তাঁর জানা নেই।
গিলার্ড দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, আমি সত্যিই বলছি , তাঁর (অ্যাসাঞ্জ) অভিযোগের ব্যাপারে আমি কিছুই জানি না। উইকিলিকসের হয়ে যাঁরা অস্ট্রেলিয়াতে কাজ করছেন, তাঁদের ব্যাপারে কারা বিদেশে তথ্য সরবরাহ করেছে, তা আমি আসলেই জানি না। আমার জ্ঞাতসারে বিষয়টি ঘটেনি।
যৌন হয়রানির অভিযোগে বর্তমানে লন্ডনে ৩৯ বছর বয়সী অ্যাসাঞ্জের বিচার চলছে। গোপন মার্কিন কূটনৈতিক তার বার্তায় নথিপত্র ফাঁস করে দিয়ে অ্যাসাঞ্জ প্রতিষ্ঠিত উইকিলিকস সম্প্রতি বিশ্বে হইচই ফেলে দিয়েছে
No comments