কংগ্রেস-তৃণমূল জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়নি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া ২৪ মার্চ শুরু হবে। চলবে ৩১ মার্চ পর্যন্ত। ইতিমধ্যে বামফ্রন্ট ও বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অথচ মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেস জোট এখনো তাদের আসন ভাগাভাগির প্রশ্নে সমাঝোতায় পৌঁছাতে পারেনি।
২৯৪ আসনের বিধানসভায় কংগ্রেস ৯৮টি আসনে নির্বাচন করার জন্য দাবি জানিয়েছে। তবে মমতা কংগ্রেসের জন্য ৬৮টি আসন ছাড়তে রাজি হয়েছেন। এদিকে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে গতকাল মঙ্গলবার রাতে কলকাতায় মমতার সঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখার্জি বৈঠকে বসেন। বৈঠকে আসন ভাগাভাগি চূড়ান্ত হওয়ার কথা।
আসামে সতর্কতা জারি: ভারতের আসাম রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত সোমবার উলফা ও বোরো বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা দুটি বড় ধরনের হামলা চালিয়েছে। এ হামলার পর গতকাল মঙ্গলবার আসামজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।
২৯৪ আসনের বিধানসভায় কংগ্রেস ৯৮টি আসনে নির্বাচন করার জন্য দাবি জানিয়েছে। তবে মমতা কংগ্রেসের জন্য ৬৮টি আসন ছাড়তে রাজি হয়েছেন। এদিকে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে গতকাল মঙ্গলবার রাতে কলকাতায় মমতার সঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখার্জি বৈঠকে বসেন। বৈঠকে আসন ভাগাভাগি চূড়ান্ত হওয়ার কথা।
আসামে সতর্কতা জারি: ভারতের আসাম রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত সোমবার উলফা ও বোরো বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা দুটি বড় ধরনের হামলা চালিয়েছে। এ হামলার পর গতকাল মঙ্গলবার আসামজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।
No comments