ভারতকে যেকোনো সময় হারাতে পারে ইংল্যান্ড: ড্যারেন গফ
আইসিসির টেস্ট র্যআকিংয়ে ভারতের শীর্ষস্থানটা নিয়ে অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন তুলেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন সাবেক ইংলিশ ফাস্ট বোলার ড্যারেন গফ। ইংল্যান্ডকেই এই মুহূর্তের সেরা দল দাবি করে গফ বলেছেন, ভারতকে তাঁরা যেকোনো সময়ই হারাতে পারেন।
দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টেস্টে জয় পেয়ে সিরিজে সমতা ফেরালেও প্রথম টেস্টে রীতিমতো নাকাল হতে হয়েছিল ভারতকে। টেস্টে তারা হেরেছিল ইনিংস ও ২৫ রানের বিশাল ব্যবধানে। অন্যদিকে ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ ধরে রাখার কীর্তি গড়েছে ইংল্যান্ড। দুটি টেস্টে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইনিংস ব্যবধানে। ড্যারেন গফ তো এখন ইংল্যান্ডকে নিয়ে এমন মন্তব্য করার সাহস দেখাতেই পারেন। তিনি বলেছেন, ‘আমার কাছে ইংল্যান্ডই এই মুহূর্তের সেরা দল। আমি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজটা দেখেছি। আর টেস্ট র্যআংকিংয়ের এক নম্বর দলটাকে নিয়ে বলার মতো কিছু আমি দেখলাম না। ভারত নিজেদের মাটিতে একটা অসাধারণ দল, তাদের বেশ কিছু বিশ্বমানের ক্রিকেটার আছে। কিন্তু তাদের যেকোনো সময়ই হারানোর ক্ষমতা ইংল্যান্ডের আছে।’ এই দলটাকে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দল বলে উল্লেখ করেছেন সাবেক এই পেসার। আগামী বেশ কয়েক বছর বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ডের আধিপত্য থাকবে বলেও তিনি আশাবাদী।
দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টেস্টে জয় পেয়ে সিরিজে সমতা ফেরালেও প্রথম টেস্টে রীতিমতো নাকাল হতে হয়েছিল ভারতকে। টেস্টে তারা হেরেছিল ইনিংস ও ২৫ রানের বিশাল ব্যবধানে। অন্যদিকে ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ ধরে রাখার কীর্তি গড়েছে ইংল্যান্ড। দুটি টেস্টে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইনিংস ব্যবধানে। ড্যারেন গফ তো এখন ইংল্যান্ডকে নিয়ে এমন মন্তব্য করার সাহস দেখাতেই পারেন। তিনি বলেছেন, ‘আমার কাছে ইংল্যান্ডই এই মুহূর্তের সেরা দল। আমি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজটা দেখেছি। আর টেস্ট র্যআংকিংয়ের এক নম্বর দলটাকে নিয়ে বলার মতো কিছু আমি দেখলাম না। ভারত নিজেদের মাটিতে একটা অসাধারণ দল, তাদের বেশ কিছু বিশ্বমানের ক্রিকেটার আছে। কিন্তু তাদের যেকোনো সময়ই হারানোর ক্ষমতা ইংল্যান্ডের আছে।’ এই দলটাকে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দল বলে উল্লেখ করেছেন সাবেক এই পেসার। আগামী বেশ কয়েক বছর বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ডের আধিপত্য থাকবে বলেও তিনি আশাবাদী।
No comments