তামিম-সাকিবকে অস্ট্রেলিয়া দলে দেখেন সিডন্স!
অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে রিকি পন্টিংদের সঙ্গে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবালও! শেন ওয়াটসনের সঙ্গে ওপেন করতে নামছেন তামিম, ছয় নম্বরে নামার অপেক্ষায় আছেন সাকিবও! শুধু তা-ই নয়, পন্টিং এসে সাকিবের কানে কানে বলে গেলেন, ‘আজ কিন্তু পাঁচটা উইকেট চাই!’
অবিশ্বাস্য শোনাচ্ছে, কিন্তু বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্সের চোখে এসব মোটেও অস্বাভাবিক নয়। অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গিয়ে অস্ট্রেলীয় দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে সিডন্স বলেছেন, অস্ট্রেলিয়া দলে অনায়াসে জায়গা হতে পারে বাংলাদেশের ক্রিকেটার সাকিব ও তামিমের। ‘ডিনামাইটের মতো কয়েকজন খেলোয়াড় আছে আমাদের দলে। সাকিব অস্ট্রেলিয়া দলে ছয় নম্বরে ব্যাট করতে পারে, হতে পারে তাদের এক নম্বর স্পিনারও। আর শেন ওয়াটসনের সঙ্গে তামিম ইকবাল অনায়াসেই ওপেন করতে পারে’—বলেছেন সিডন্স।
সিডন্সের চোখে ভারতের বীরেন্দর শেবাগ আর তামিম ইকবালে কোনো পার্থক্য নেই। সাকিব আল হাসানও সমকক্ষ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির, ‘আমি তো বলব সে (সাকিব) এবং ভেট্টোরি একই রকম খেলোয়াড়। বরং ব্যাটসম্যান হিসেবে সাকিব তার চেয়ে অনেক ভালো। আর ইংল্যান্ডে সেঞ্চুরি করা তামিম-শেবাগেরই মতো, অসাধারণ খেলোয়াড় সে।’
বিশ্বকাপ শেষে আগামী এপ্রিলে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা। সিডন্স তাকিয়ে সেই সিরিজের দিকে, ‘অস্ট্রেলিয়া স্পিনে কিছুটা দুর্বল, বিশেষ করে আমাদের বাঁহাতি স্পিনারদের সামনে। কাজেই এটা নিশ্চিত, দারুণ একটা সময়েই আমরা তাদের পাব।’ সিডন্সের বিশ্বাস, বাংলাদেশে অস্ট্রেলিয়াকে প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই পড়তে হবে।
সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে হওয়ার কথা থাকলেও অস্ট্রেলিয়া চাইছে টেস্ট দুটি পরে খেলে এপ্রিলে শুধু ওয়ানডে সিরিজটাই খেলতে। তবে টেস্টেও তাদের মুখোমুখি হতে সিডন্সের যেন তর সইছে না, ‘তাদের (অস্ট্রেলিয়া) বিপক্ষে অনেক দিন ধরে আমরা টেস্ট খেলি না। জানি না কেন, তবে তাদের বিপক্ষে খেললে দারুণ হতো।’
অবিশ্বাস্য শোনাচ্ছে, কিন্তু বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্সের চোখে এসব মোটেও অস্বাভাবিক নয়। অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গিয়ে অস্ট্রেলীয় দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে সিডন্স বলেছেন, অস্ট্রেলিয়া দলে অনায়াসে জায়গা হতে পারে বাংলাদেশের ক্রিকেটার সাকিব ও তামিমের। ‘ডিনামাইটের মতো কয়েকজন খেলোয়াড় আছে আমাদের দলে। সাকিব অস্ট্রেলিয়া দলে ছয় নম্বরে ব্যাট করতে পারে, হতে পারে তাদের এক নম্বর স্পিনারও। আর শেন ওয়াটসনের সঙ্গে তামিম ইকবাল অনায়াসেই ওপেন করতে পারে’—বলেছেন সিডন্স।
সিডন্সের চোখে ভারতের বীরেন্দর শেবাগ আর তামিম ইকবালে কোনো পার্থক্য নেই। সাকিব আল হাসানও সমকক্ষ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির, ‘আমি তো বলব সে (সাকিব) এবং ভেট্টোরি একই রকম খেলোয়াড়। বরং ব্যাটসম্যান হিসেবে সাকিব তার চেয়ে অনেক ভালো। আর ইংল্যান্ডে সেঞ্চুরি করা তামিম-শেবাগেরই মতো, অসাধারণ খেলোয়াড় সে।’
বিশ্বকাপ শেষে আগামী এপ্রিলে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা। সিডন্স তাকিয়ে সেই সিরিজের দিকে, ‘অস্ট্রেলিয়া স্পিনে কিছুটা দুর্বল, বিশেষ করে আমাদের বাঁহাতি স্পিনারদের সামনে। কাজেই এটা নিশ্চিত, দারুণ একটা সময়েই আমরা তাদের পাব।’ সিডন্সের বিশ্বাস, বাংলাদেশে অস্ট্রেলিয়াকে প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই পড়তে হবে।
সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে হওয়ার কথা থাকলেও অস্ট্রেলিয়া চাইছে টেস্ট দুটি পরে খেলে এপ্রিলে শুধু ওয়ানডে সিরিজটাই খেলতে। তবে টেস্টেও তাদের মুখোমুখি হতে সিডন্সের যেন তর সইছে না, ‘তাদের (অস্ট্রেলিয়া) বিপক্ষে অনেক দিন ধরে আমরা টেস্ট খেলি না। জানি না কেন, তবে তাদের বিপক্ষে খেললে দারুণ হতো।’
No comments