মাঠ সংস্কারকাজে নেই কিউরেটর!
চট্টগ্রামের বিশ্বকাপ ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে গেছে আইসিসির পর্যবেক্ষক দল। মাঠের এই রোগ সারাতে এখন নতুন ‘চিকিৎসকের’ শরণাপন্ন হয়েছে বিসিবি। গলফ কোর্সের পরিচর্যাকারীদের দায়িত্ব দেওয়া হয়েছে আউটফিল্ড ঠিক করার। গত ২৪ ডিসেম্বর থেকে ভাটিয়ারি গলফ ক্লাবের কর্নেল ইকবালের নেতৃত্বে সে কাজ শুরুও হয়ে গেছে।
গতকাল মাঠে গিয়ে দেখা গেছে, বিসিবির মাঠকর্মীরা বালু ছেটাচ্ছেন। তবে তত্ত্বাবধায়ক নাজমুল জানিয়েছেন, গলফ মাঠের পরিচর্যাকারীরা যেভাবে নির্দেশনা দিচ্ছেন, কাজ চলছে সেভাবেই। মাঠে নতুন পরিচর্যাকারী দলের আগমনই বলে দেয় এ মাঠের দায়িত্বে থাকা বিসিবির কিউরেটর ও মাঠকর্মীরা কার্যত ব্যর্থ।
আউটফিল্ড সংস্কারের গুরুত্বপূর্ণ এই সময়ে চট্টগ্রামে নেই মাঠের দায়িত্বপ্রাপ্ত বিসিবির কিউরেটর জাহিদ রেজা। গত ২৩ ডিসেম্বর তিনি ঢাকায় চলে গেছেন। তিন-চার দিন পর ফেরার কথা থাকলেও এখনো চট্টগ্রামে আসেননি। আরও বিস্ময়কর হলো, জাহিদ রেজা জানেনই না মাঠের সংস্কারকাজ করছে গলফ কোর্সের পরিচর্যাকারীরা, ‘গলফের ওনারা কাজ করছেন কি না আমি জানি না। সেটা চেয়ারম্যান জানবেন। আর আমি গত ২৩ ডিসেম্বর ঢাকায় এসেছি। এখন চার দিনের ছুটিতে আছি।’
কাল সন্ধ্যায় এ ব্যাপারে কথা বলার চেষ্টা করা হলেও বিসিবির মাঠ কমিটির প্রধান শফিকুর রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। আর ভেন্যু চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিষয়টি এড়িয়েই গেছেন, ‘আমরা আশাবাদী, মাঠের পানিনিষ্কাশন-ব্যবস্থা ও আউটফিল্ডের ঘাসের যথেষ্ট উন্নতি হবে।’
গতকাল মাঠে গিয়ে দেখা গেছে, বিসিবির মাঠকর্মীরা বালু ছেটাচ্ছেন। তবে তত্ত্বাবধায়ক নাজমুল জানিয়েছেন, গলফ মাঠের পরিচর্যাকারীরা যেভাবে নির্দেশনা দিচ্ছেন, কাজ চলছে সেভাবেই। মাঠে নতুন পরিচর্যাকারী দলের আগমনই বলে দেয় এ মাঠের দায়িত্বে থাকা বিসিবির কিউরেটর ও মাঠকর্মীরা কার্যত ব্যর্থ।
আউটফিল্ড সংস্কারের গুরুত্বপূর্ণ এই সময়ে চট্টগ্রামে নেই মাঠের দায়িত্বপ্রাপ্ত বিসিবির কিউরেটর জাহিদ রেজা। গত ২৩ ডিসেম্বর তিনি ঢাকায় চলে গেছেন। তিন-চার দিন পর ফেরার কথা থাকলেও এখনো চট্টগ্রামে আসেননি। আরও বিস্ময়কর হলো, জাহিদ রেজা জানেনই না মাঠের সংস্কারকাজ করছে গলফ কোর্সের পরিচর্যাকারীরা, ‘গলফের ওনারা কাজ করছেন কি না আমি জানি না। সেটা চেয়ারম্যান জানবেন। আর আমি গত ২৩ ডিসেম্বর ঢাকায় এসেছি। এখন চার দিনের ছুটিতে আছি।’
কাল সন্ধ্যায় এ ব্যাপারে কথা বলার চেষ্টা করা হলেও বিসিবির মাঠ কমিটির প্রধান শফিকুর রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। আর ভেন্যু চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিষয়টি এড়িয়েই গেছেন, ‘আমরা আশাবাদী, মাঠের পানিনিষ্কাশন-ব্যবস্থা ও আউটফিল্ডের ঘাসের যথেষ্ট উন্নতি হবে।’
No comments