ম্যানইউর বিপক্ষে বেকহাম!
সময় যতই গড়াচ্ছে, বেকহামের টটেনহামে যোগ দেওয়ার সম্ভাবনা ততই জোরালো হচ্ছে। শেষ পর্যন্ত যদি এলএ গ্যালাক্সি থেকে টটেনহামে ধারে খেলতেই আসেন বেকহাম, অভিষেক হতে পারে তাঁর সাবেক ক্লাব ম্যানইউর বিপক্ষে! স্পারস কোচ হ্যারি রেডন্যাপই বলেছেন এই সম্ভাবনার কথা। আজ এফএ কাপে চার্লটনের বিপক্ষে ম্যাচ টটেনহামের। এই ম্যাচের আগেই বেকহাম প্রশ্নটি সামনে নিয়ে আসতে চায় তারা। রেডন্যাপকে উদ্ধৃত করে দ্য সান লিখেছে, ‘যদি ডেভিড এখানে আসে এবং ভালোভাবে অনুশীলন করে ও ভালো বোধ করে, তা হলে ম্যানইউর বিপক্ষে থাকতে পারে।’ ১৯৯৩-২০০৩—টানা ১০ বছর ম্যানইউতে খেলে ২০০৩ সালে রিয়াল মাদ্রিদে যান বেকহাম।
No comments