কিডনি দানের শর্তে দুই বোনের মুক্তি
যুক্তরাষ্ট্রে ডাকাতির দায়ে দুই মেয়াদে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিক দুই বোনকে গত শুক্রবার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
ছোট বোন গ্লেডিস স্কট তাঁর একটি কিডনি বড় বোন জেমি স্কটকে দেবেন, এই শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়। ১৯৯৩ সালে একটি সশস্ত্র ডাকাতির ঘটনায় তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এর মধ্যে তাঁরা ১৬ বছর কারাগারে পার করেছেন। জেমি কিডনির জটিল রোগে ভুগছেন।
ছোট বোন গ্লেডিস স্কট তাঁর একটি কিডনি বড় বোন জেমি স্কটকে দেবেন, এই শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়। ১৯৯৩ সালে একটি সশস্ত্র ডাকাতির ঘটনায় তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এর মধ্যে তাঁরা ১৬ বছর কারাগারে পার করেছেন। জেমি কিডনির জটিল রোগে ভুগছেন।
No comments