ইরান নিজেই পরমাণু জ্বালানি প্লেটস ও রডস তৈরি করতে পারে
ইরানের আণবিক সংস্থার প্রধান আলী আকবর সালেহি জানিয়েছেন, ইরান নিজেই পরমাণু জ্বালানি প্লেটস ও রডস তৈরি করতে পারে। এ প্রযুক্তি ইরানের আছে। যদিও পশ্চিমা বিশ্ব বলছে, এ কাজ করার মতো প্রযুক্তি এখনো ইরানের হাতে নেই।
সালেহি জানান, দেশের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরে তাঁদের পরমাণু প্রকল্পে জ্বালানি প্লেটস ও রডস তৈরির ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ‘ফুয়েল প্লেটস তৈরির জন্য আমরা ইস্পাহানে একটি অত্যাধুনিক উৎপাদন কারখানা স্থাপন করেছি।’ ফার্স বার্তা সংস্থাকে গতকাল শনিবার এক সাক্ষাৎকারে সালেহি এ কথা বলেন। তিনি বর্তমানে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সালেহি বলেন, ‘প্লেটস ও রডস তৈরির জন্য বড় ধরনের একটি রূপান্তরের কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে ফুয়েল প্লেটস ও রডস তৈরি করতে পারে, এমন গুটিকয়েক দেশের তালিকায় আমরাও স্থান পাব।’
সালেহি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা নীতিই ইরানকে এ কাজ ত্বরান্বিত করতে উৎসাহিত করেছে।
সালেহি জানান, দেশের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরে তাঁদের পরমাণু প্রকল্পে জ্বালানি প্লেটস ও রডস তৈরির ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ‘ফুয়েল প্লেটস তৈরির জন্য আমরা ইস্পাহানে একটি অত্যাধুনিক উৎপাদন কারখানা স্থাপন করেছি।’ ফার্স বার্তা সংস্থাকে গতকাল শনিবার এক সাক্ষাৎকারে সালেহি এ কথা বলেন। তিনি বর্তমানে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সালেহি বলেন, ‘প্লেটস ও রডস তৈরির জন্য বড় ধরনের একটি রূপান্তরের কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে ফুয়েল প্লেটস ও রডস তৈরি করতে পারে, এমন গুটিকয়েক দেশের তালিকায় আমরাও স্থান পাব।’
সালেহি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা নীতিই ইরানকে এ কাজ ত্বরান্বিত করতে উৎসাহিত করেছে।
No comments