মার্জিন ঋণের ১০ কোটি টাকার বিধি প্রত্যাহার
একক বিনিয়োগকারীর সর্বোচ্চ ১০ কোটি টাকা মার্জিন ঋণের বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি)।
আজ রোববার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসইসি এ সিদ্ধান্ত নেয়।
একই সঙ্গে গ্রামীণফোনের শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে নেটিং সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাত্, এখন থেকে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ার কিনে আবার যেকোনো সময় বিক্রি করতে পারবেন।
এদিকে নতুন বিও অ্যাকাউন্টধারীদের ৩০ কার্যদিবসের মধ্যে ঋণ দেওয়ার বিধিনিষেধ কমিয়ে ১৫ কার্যদিবস করা হয়েছে। একই সঙ্গে ৩০ জানুয়ারির পর থেকে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের আইপিও সাবসক্রিপশন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসইসি সূত্রে জানা যায়, বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনার লক্ষ্যে এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবং এগুলো শিগগিরই কার্যকর হবে।
আজ রোববার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসইসি এ সিদ্ধান্ত নেয়।
একই সঙ্গে গ্রামীণফোনের শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে নেটিং সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাত্, এখন থেকে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ার কিনে আবার যেকোনো সময় বিক্রি করতে পারবেন।
এদিকে নতুন বিও অ্যাকাউন্টধারীদের ৩০ কার্যদিবসের মধ্যে ঋণ দেওয়ার বিধিনিষেধ কমিয়ে ১৫ কার্যদিবস করা হয়েছে। একই সঙ্গে ৩০ জানুয়ারির পর থেকে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের আইপিও সাবসক্রিপশন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসইসি সূত্রে জানা যায়, বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনার লক্ষ্যে এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবং এগুলো শিগগিরই কার্যকর হবে।
No comments