ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চিলির
স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে চিলি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলফ্রেডো মোরেনো গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এ ঘোষণা দেন। এই স্বীকৃতির মাধ্যমে লাতিন আমেরিকার অন্য কয়েকটি দেশের সঙ্গে একই পথে অগ্রসর হলো চিলি।
আলফ্রেডো মোরেনো শুক্রবার এক বিবৃতিতে বলেন, আজ থেকে চিলি সরকার ফিলিস্তিনকে একটি মুক্ত, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মেনে নিল। চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে ব্রাজিলে আনুষ্ঠানিক বৈঠক শেষে এই ঘোষণা এল। মোরেনো বলেন, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা আগামী ৪ ও ৫ মার্চ ইসরায়েল ও ফিলিস্তিন সফরে যাবেন।
উল্লেখ্য, ইতিমধ্যে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, ইকুয়েডর কিউবা, ভেনেজুয়েলা, নিকারাগুয়া ও কোস্টারিকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আলফ্রেডো মোরেনো শুক্রবার এক বিবৃতিতে বলেন, আজ থেকে চিলি সরকার ফিলিস্তিনকে একটি মুক্ত, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মেনে নিল। চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে ব্রাজিলে আনুষ্ঠানিক বৈঠক শেষে এই ঘোষণা এল। মোরেনো বলেন, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা আগামী ৪ ও ৫ মার্চ ইসরায়েল ও ফিলিস্তিন সফরে যাবেন।
উল্লেখ্য, ইতিমধ্যে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, ইকুয়েডর কিউবা, ভেনেজুয়েলা, নিকারাগুয়া ও কোস্টারিকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
No comments