সেই ‘পরিচিত’ ব্যাটিং বিপর্যয়!
বাংলাদেশের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ। হোয়াইটওয়াশ ভারত সফরের ওয়ানডে সিরিজেও। এত লজ্জার পরও ব্যাটিং বিপর্যয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না নিউজিল্যান্ড। হ্যামিলটনে অনুষ্ঠিত প্রথম টেস্টে আজ পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে যাওয়ার পর ‘পরিচিত’ সেই ব্যাটিং বিপর্যয়কেই দুষছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরি।
কিউই ব্যাটসম্যানদের ব্যর্থতার চিত্রটা এবার দেখুন। দ্বিতীয় ইনিংসে অলআউট মাত্র ১১০ রানে। এক ঘণ্টার ব্যবধানে দলের শীর্ষস্থানীয় ছয় ব্যাটসম্যান সাজঘরে! এ সময়ের মধ্যে দলীয় সংগ্রহটা কত জানেন? মাত্র ২৫! দলীয় ৩৬ রানে প্রথম উইকেটের পতন। আর ষষ্ঠ উইকেটের পতন ৬১ রানে।
ব্যর্থ ব্যাটসম্যানদের কাতারে আছেন অধিনায়ক নিজেও। দ্বিতীয় ইনিংসে তাঁর অবদান মাত্র ৩ রান। ম্যাচ শেষে রাখঢাক না করেই হতাশ ভেট্টোরি বলে দিলেন, ‘পরিস্থিতি যা, তাতে প্রত্যেককেই তাঁর নিজের ব্যাটিং নিয়ে ভাবতে হবে। কোচ জন রাইট ও আমি দলের সবার সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে প্রচুর উত্তপ্ত কথাও হয়েছে। কিন্তু কিছুই কাজে আসছে না। একটা পরিবর্তন অবশ্যই দরকার। আমিসহ সবাইকে একেবারে শুরু থেকে শুরু করতে হবে।’
কিউই ব্যাটসম্যানদের ব্যর্থতার চিত্রটা এবার দেখুন। দ্বিতীয় ইনিংসে অলআউট মাত্র ১১০ রানে। এক ঘণ্টার ব্যবধানে দলের শীর্ষস্থানীয় ছয় ব্যাটসম্যান সাজঘরে! এ সময়ের মধ্যে দলীয় সংগ্রহটা কত জানেন? মাত্র ২৫! দলীয় ৩৬ রানে প্রথম উইকেটের পতন। আর ষষ্ঠ উইকেটের পতন ৬১ রানে।
ব্যর্থ ব্যাটসম্যানদের কাতারে আছেন অধিনায়ক নিজেও। দ্বিতীয় ইনিংসে তাঁর অবদান মাত্র ৩ রান। ম্যাচ শেষে রাখঢাক না করেই হতাশ ভেট্টোরি বলে দিলেন, ‘পরিস্থিতি যা, তাতে প্রত্যেককেই তাঁর নিজের ব্যাটিং নিয়ে ভাবতে হবে। কোচ জন রাইট ও আমি দলের সবার সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে প্রচুর উত্তপ্ত কথাও হয়েছে। কিন্তু কিছুই কাজে আসছে না। একটা পরিবর্তন অবশ্যই দরকার। আমিসহ সবাইকে একেবারে শুরু থেকে শুরু করতে হবে।’
No comments